বিশ্বের সর্বোত্তম বসবাসযোগ্য শহরের শীর্ষ তালিকায় ভ্যাঙ্কুভার, টরেন্টো, ও ক্যালগেরি

সেপ্টেম্বর ৫, ২০১৪

বিশ্বের সর্বোত্তম বসবাসযোগ্য শহর নির্বাচিত হয়েছে মেলবোর্ন। ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট, ইআইইউর বার্ষিক বসবাসযোগ্যতা সমীক্ষায় টানা চার বারের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার এ শহরটি। বিশ্বের ১৪০টি শহরের ওপর এ সমীক্ষা চালায় ইআইইউ। এতে বসবাসযোগ্যতার বিচারে সব থেকে নিকৃষ্ট শহর নির্বাচিত হয়েছে সিরিয়ার দামেস্ক। তালিকার ১৩৯ নম্বরে দ্বিতীয় নিকৃষ্টতম শহর ঢাকা। সমীক্ষায় শহরগুলোর স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো, সংস্কৃতি ও পরিবেশগত বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। এ খাতগুলোতে সর্বমোট ১০০ রেটিংয়ের মধ্যে মেলবোর্ন পেয়েছে ৯৭.৫। ২য় স্থানে থাকা অস্ট্রিয়ার ভিয়েনার সঙ্গে মেলবোর্নের পয়েন্টের পার্থক্য মাত্র ০.১। সব শ্রেণীতে সমান পয়েন্ট পেলেও সংস্কৃতি ও পরিবেশ খাতে ০.১ পয়েন্ট কম পেয়েছে ভিয়েনা। ২০১১ সালের পর থেকে শীর্ষ দশের তালিকায় কোন পরিবর্তন নেই। ইউক্রেন পরিস্থিতির কারণে কিয়েভ, মস্কো ও সেন্ট পিটার্সবার্গ শহরগুলো রেটিংয়ে পিছিয়ে পড়েছে। উন্নতি হয়েছে ইরানের তেহরান, লিবিয়ার ত্রিপোলি ও জর্ডানের আম্মান শহরগুলোর অবস্থান। শীর্ষ দশের ৩ থেকে ১০ পর্যন্ত বাকি শহরগুলো যথাক্রমে, ভ্যাঙ্কুভার, টরেন্টো, অ্যাডেলেইড, ক্যালগেরি, সিডনি, হেলসিঙ্কি, পার্থ ও অকল্যান্ড। এদিকে সব থেকে খারাপ বসবাসযোগ্যতার দিক দিয়ে দামেস্ক ও ঢাকার পরের শহরগুলো যথাক্রমে পোর্ট মোরেসবাই, লাগোস, করাচি, আলজিয়ার্স, হারারে, দৌয়ালা, ত্রিপোলি ও আবিদজান।