কানাডার অর্থনীতিতে ব্যাপক অগ্রগতি

আসছে শরৎ ঋতুতে আবারো সুদের হার বৃদ্ধি পেতে পারে

আগস্ট ৫, ২০১৭

প্রবাসী কণ্ঠ ডেস্ক : কানাডার অর্থনীতিতে ব্যাপক অগ্রগতি ঘটেছে। অতীতের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে এই উন্নতী। এনার্জি সেক্টরের অবদানের কারণে এমনটি ঘটেছে। ধারণা করা হচ্ছে এ কারণে ব্যাংক অব কানাডা আরেক দফা সুদের হার বৃদ্ধি করবে। চলতি জুলাই মাসে সুদের হার এক দফা বাড়ানো হয়েছে। ২০১০ সালের পর এটাই ছিল প্রথম সুদের হার বৃদ্ধি।

স্ট্যাটিসটিক্স কানাডা জানায়, গত মে মাসে রিয়েল গ্রস ডোমেস্টিক প্রডাক্ট বৃদ্ধি পেয়েছে ০.৬ পার্সেন্ট। অর্থনীতিবিদদের ধারণা ছিল এই বৃদ্ধি ঘটতে পারে ০.২ পার্সেন্ট।

টিডি ব্যাংক এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ব্রায়ান ডিপ্রাটো বলেন, কানাডায় প্রায় সব শিল্পখাতেই অর্থনৈতিক অর্জন ছিল স্বাস্থ্যকর। এই অগ্রগতি অব্যাহত থাকবে বলে তিনি মনে করছেন, অন্তত বর্তমান সময়ের জন্য।

তবে রিয়েল এস্টেট মার্কেটে যে অস্থিরতা চলছে এবং গত এপ্রিলের পর থেকে বিক্রি ও বাজার দরে যে নিন্মমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে সেটা অর্থনীতির উপর কিছুটা প্রভাব বিস্তার করছে। যদি এই নিন্মমুখী প্রবণতা গুরুতর হয়ে উঠে তবে তা গৃহস্থালি সম্পদ, শিল্প উৎপাদন এবং চাকরির বাজারে খারাপ প্রভাব ফেলবে। এ কথা বলেন পিএনসি ফিনান্সিয়াল গ্র“পের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বিল এডামস।