১৯৭২ এর পর কানাডার অপরাধের সর্বনিম্ন হার

প্রবাসী কন্ঠ ডেস্ক : জাতীয় পর্যায়ে আবারো অপরাধ সংখ্যার ক্রমান্বয়ে কমছে বলে জানিয়েছে কানাডার পুলিশ প্রশাসন, যা ১৯৭২ এর পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

স্ট্যাটিস্টিকস্ কানাডার মতে, ২০১২ সালে এর আগের বছরের চেয়ে অপরাধ কমেছে শতকরা তিন ভাগ।

স্ট্যাটক্যানের ক্রাইম সেভেরিটি ইনডেক্স (সিএসআই) বলছে ২০১২ সালে অপরাধ সংগঠনে নিষ্ঠুরতার হারও কমেছে তিন শতাংশ।

১৯৯১ সালে সর্বোচ্চ উর্ধ্বমূখী হওয়ার পর অপরাধ প্রবণতা ক্রম অবনমন লক্ষ্য করা গেছে।

পুলিশ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ২০১২ সালে সংঘটিত অপরাধের সংখ্যা ২০ লক্ষ, বিগত বছরগুলোর চেয়ে যা মোটামোটি ৩৬ হাজার কম।

“২০০২ সালের পর গেল ১০ বছরে সিএসআইর সূচক কমেছে শতকরা ২৮ ভাগ”।

অপরাধ ও অপরাধে নিষ্ঠুরতার ধরন কমে আসলেও এসব ক্ষেত্রে বিচার কাজে খরচ বেড়েই চলছে।

২০০৬ সালে প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ক্ষমতায় আসার পর কনজারভেটিভ দল নতুন অন্তত ৩০ টি বিল তৈরি করে অপরাধ দমনে।

বিগত এক দশকে কেন্দ্রীয় ও প্রাদেশিক জেল, আদালতসহ দেশজুড়ে এ ধরণের বিচারের খরচ মাথা পিছু বেড়েছে ২৩ শতাংশ- এ প্রতিবেদন পার্লামেন্টারি বাজেট অফিস থেকে গেল মার্চে দেয়া।

প্রতিবেদনে দেখানো হয়েছে ২০১১-১২ বছরে এই খাতে খরচ ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার।

বেশিরভাগ প্রদেশেই অপরাধ কমে আসলেও এর ব্যতিক্রম নিউ ব্রান্সউ্ইক, ও প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড।

সাসকাচোয়ানে অপরাধ সবচেয়ে কমে আসলেও সিএসআই বেড়েছে সবচেয়ে বেশি এখানেই।

অপরাধ ও সিএসআই’র হার এখনো বেশ উঁচু টেরিটরি আর পশ্চিমা প্রদেশগুলোতে।

ওন্টারিওতে দু’টোরই মাত্রা সবচেয়ে কম। -কানাডিয়ান প্রেস।