রোনাল্ডোর সঙ্গে কি জর্জিনার বিয়ে হয়েই গেল?

অনলাইন ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগুয়েজ বিয়ে করেননি। কিন্তু একসঙ্গে বাবা ও মা হয়েছেন তারা। এই জুটির একসঙ্গে দুটি সন্তান আছে। তারা হলো- আলানা মার্টিন ও বেলা এসমেরেল্ডা। সম্প্রতি এই জুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার চর্চা শুরু হয়েছে। রোনাল্ডো আর জর্জিনা কি অবশেষে বিয়ে সেরে ফেললেন?

আজকাল পত্রিকার রিপোর্টে বলা হয়, এই চর্চা শুরুর কারণ ইনস্টাগ্রামে জর্জিনার একটি ছবি পোস্ট করাকে নিয়ে। ঐ ছবিতে তার বাঁ-হাতের দ্বিতীয় আঙুলে একটি আংটি দেখা যায়। সাধারণত বাগদান হলে ওই আঙুলে আংটি পরা হয়। এই ছবি পোস্ট করে আরবিতে ক্যাপশন হিসেবে লেখা, ‘খারাপ নজর থেকে আমাদের দূরে রাখুন, আমেন।’

এই ক্যাপশন নিয়েই যত আলোচনা। সিআর সেভেন অতীতে দ্রুত বিয়ে সেরে ফেলার  ইঙ্গিত দিয়েছিলেন। এবার জর্জিনার আংটি নতুন জল্পনার জন্ম দিল।

রোনাল্ডোকে বলতে শোনা গিয়েছিল, ‘জর্জিনাকে আমি বিয়ে করছি, এটা একপ্রকার নিশ্চিত। হয়তো এক বছর, ছ’মাস বা এক মাসেও হতে পারে। বিয়ে করছিই।’

অনেকে মনে করছেন, কয়েকদিন আগে রোনাল্ডোকে হুমকি দেওয়া হয়েছিল। তার থেকে বাঁচতেই বোধহয় এমন ক্যাপশন আর আংটি।

এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রোনাল্ডোর লক্ষ্য এখন এক হাজার গোল। আর ৬৭ গোল করলেই তিনি পৌঁছে যাবেন সেই মাইলস্টোনে।

রোনাল্ডো ও জর্জিনার প্রেম প্রায় ১০ বছরের। ২০১৬ সাল থেকে তাঁরা একসঙ্গে থাকছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *