২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি?

অনলাইন ডেস্ক : বিশ্বসেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি এমনটাই আশা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার। তবে, সিদ্ধান্তটা মেসির ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

৩৭ বছর বয়সী মেসি এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এখনও প্রতিনিয়ত প্রতিপক্ষকে ঘায়েল করছেন। তাই সমর্থকরা আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে দেখতে চান বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই তারকাকে।

বাংলাট্রিবিউনের এক রিপোর্টে বলা হয়,  এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন মেসি নিজেই।

সিম্পলমেন্তে ফুটবল-এর সঙ্গে আলাপে মেসি জানালেন, তার প্রথম লক্ষ্য হলো নিজেকে ফিট রাখা এবং শরীর সাড়া দিলে খেলবেন বিশ্বকাপে। আগামী বছরের ১১ জুন উত্তর আমেরিকার তিন দেশে শুরু হবে টুর্নামেন্ট। যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘সত্যি হলো, এটা অনেক দূরের ব্যাপার। কিন্তু খুব দ্রুতই সময় পার হবে, তাই না?’ তিনি বললেন, ‘আমার জন্য এই বছর হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ (বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে), ধারাবাহিকতা নিয়ে খেলতে থাকা, ভালো লাগার ব্যাপার আছে। গত বছর আমি প্রাক মৌসুমে যোগ দিয়েছিলাম এবং দুটি ম্যাচ খেলেছিলাম। তারপর ইনজুরি ও শতভাগ ফিট না থাকায় কয়েকটি ম্যাচ খেলিনি। এবার প্রাক মৌসুম ভালো ছিল। ভালোভাবে শুরু করেছি, ভালোও লেগেছে। অপেক্ষা করছি। দেখা যাক কী হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *