প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আবাকান ফ্যামিলি নাইট’
শুভ্রা সাহা : প্রতিবারের মত এবারও গত ২৭ এপ্রিল রবিবার, টরন্টোতে বেশ প্রাণবন্ত পরিবেশে এবং জমজমাট ভাবে অনুষ্ঠিত হলো “আবাকান ফ্যামিলি নাইট”। কানাডায় বাংলাদেশী কৃষিবিদ পরিবারের আত্মার বাঁধনে বাঁধা আত্মীয়দের এক অপূর্ব মিলনমেলা ছিল এটি। এ অনুষ্ঠান শুধু যে কৃষিবিদ পরিবারে পরিবারে বন্ধন ও আনন্দ উপভোগ করার সুযোগ দিচ্ছে তা নয়, বরঞ্চ এটা আমাদের সন্তানদেরকে আমাদের কৃষ্টি ও কালচারের সঙ্গে পরিচিত করে তোলারও সুযোগ সৃষ্টি করছে ।
কানাডাতে কৃষিবিদরা কৃষি নতুন নতুন ক্ষেত্রে সকল বাধা অতিক্রম করে নিজেদের জায়গা করে নিয়েছেন। বাংলাদেশী অভিবাসী সমাজের দায়বদ্ধতার আলোকে, দূর প্রবাসে আবাসস্থলে একে অপরের প্রতি অকুন্ঠ ভালোবাসায়, হাসি কান্নায় একে অপরের সাথী হয়ে আছে। কৃষিবিদদের এই প্রচেষ্টা, প্রাণে প্রাণে বন্ধন অব্যাহত থাকুক। জয় হোক মানবতার, জয় হোক সব ভালো কাজের। আন্তরিক ধন্যবাদ জানাই অইঅঈঅঘ কার্যকরী কমিটিকে। এসব নিঃস্বার্থ সৃজনশীল মানুষগুলোর জন্য কৃতজ্ঞতাজ্ঞাপন ও সাধুবাদ মনের গভীরতা থেকে উঠে আসে।