কানাডায় যৌনতার বিনিময়ে বাড়ি ভাড়া ফ্রি!

প্রবাসী কণ্ঠ ডেস্ক : ক্রেইগলিস্টে বাড়ি ভাড়ার একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেখানে বলা আছে শীত থেকে বাচার জন্য ‘একটি উষ্ণ বিছানা পাওয়া যাবে’। তবে ভাড়ার কথা স্পষ্ট ভাবে বলা হয়নি। যেটা বলা হয়েছে তা হলো, এই বিছানায় যে ঘুমাতে পারবে তাকে হতে হবে একজন অল্পবয়সী তরুণী।

বিজ্ঞাপনটি দেখে সিবিসি নিউজের মার্কেটপ্লেস এর একজন সাংবাদিক পরিচয় গোপন রেখে বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করেন। আর তখনই বেরিয়ে আসে বিজ্ঞপনের আসল রহস্য। তিনি চেয়েছিলেন এমন একজন তরুণী ভাড়াটিয়া যাকে ফ্রিতে থাকতে দেওয়া হবে তবে বিনিময়ে তার সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হতে হবে।

মার্কেটপ্লেস তদন্তে দেখা গেছে যে যৌনতার বিনিময়ে আশ্রয় দেওয়ার বিজ্ঞাপনগুলি প্রায়শই ফেসবুকসহ জনপ্রিয় ওয়েবসাইটগুলিতে বিশেষভাবে তরুণী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও লক্ষ্য করে দেওয়া হয়।

মার্কেটপ্লেস এই প্রতিনিধি পরিচয় গোপন রেখে বিজ্ঞাপনদাতার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। এই বিজ্ঞাপনদাতা চেয়েছিলেন এমন একজন তরুণী ভাড়াটিয়া যাকে ফ্রিতে থাকতে দেওয়া হবে তবে বিনিময়ে তার সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হতে হবে। ছবি : সিবিসি

ওয়েবসাইটে প্রদত্ত কিছু বিজ্ঞাপন তাদের দাবি সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করলেও, অন্যগুলো আরও সূক্ষ্ম বা আসল উদ্দেশ্য গোপন রেখে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করে। 

কানাডায় যৌনতার বিনিময়ে ফ্রি বাসস্থানের প্রস্তাব বেআইনী। তবে ব্র্যাম্পটন রিজিওনাল কাউন্সিলর রোয়েনা সান্তোসের মতে, এটি একটি ক্রমবর্ধমান প্রবণতাও বটে, বিশেষ করে যেহেতু আবাসন সংকটের কারণে বসবাসের জন্য সাশ্রয়ী মূল্যের জায়গা খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে।

একটি বিজ্ঞাপনে লক্ষ্য করা গেছে বাড়িওয়ালা এপ্লিকেশন ফরম এর সাথে প্রার্থীর বয়স এবং একটি নগ্ন ছবি সংযুক্ত করার কথা লিখেছেন। আরেকজন বলেছেন “আমি কোনও বান্ধবী খুঁজছি না। তবে প্রয়োজনে মাঝে মাঝে কিছু মজা করবো।”

যখন যোগাযোগ করা হয় তখন বিজ্ঞাপনগুলির পিছনে থাকা ব্যক্তিদের কেউই নিজেদের পরিচয় দেয়নি, এবং বেশিরভাগই ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তারা রেন্টাল প্ল্যাটফর্মের মাধ্যমে বেনামে যোগাযোগ করতে পছন্দ করেছিল।

সিবিসি’র মার্কেটপ্লেস এর পক্ষ থেকে পরিচয় গোপন রেখে একজন বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট করেই বলেছিলেন যে তিনি বাসস্থানের বিনিময়ে যৌন পরিষেবা খুঁজছেন।

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিটার এ. অ্যালার্ড স্কুল অফ ল-এর একজন আইনজীবী এবং অধ্যাপক জ্যানিন বেনেডেট মার্কেটপ্লেসকে বলেন, ‘বিজ্ঞাপনদাতার উদ্দেশ্য সবসময় স্পষ্ট না হওয়ায় তরুণীরা অনিচ্ছাকৃতভাবে এই পরিস্থিতিতে পড়তে পারেন।’

আর বিজ্ঞাপনের ভাষা দেখে অনেক সময় হয়তো তরুণীরা ঠিকভাবে উপলব্দি করতে পারেন না বাড়িওয়ালা আসলে কি চাচ্ছে বা কি তার উদ্দেশ্য।

গোপন বিজ্ঞাপনদাতাদের অর্ধেকের সাথে যোগাযোগ করা হলে, তারা তাদের আসল প্রত্যাশা প্রকাশ করে – অর্থাৎ বাসস্থানের বিনিময়ে যৌনতা – এবং কেউ কেউ মাত্র কয়েকবার কথা বলার পরে আসল কথাটি স্পষ্টই জানিয়ে দেয় বার্তা পাঠিয়ে। এমন কি যৌনতার সময় কি কি করতে হবে তাও জানিয়ে দেয় প্রাইভেট বার্তার মাধ্যমে।

উল্লেখ্য যে, গত বছর ফেব্রুয়ারিতে সিটিভি’র এক নিউজে বলা হয়েছিল ব্রিটিশ কলাম্বিয়ার এক মহিলাকে বাড়িওয়ালা ভাড়া কমানোর প্রস্তাব দিয়েছিলেন যৌন সম্পর্কের বিনিময়ে।

ঐ মহিলা পরে মানবাধিকার বিষয়ক একটি অভিযোগ দায়ের করেছেন এই বলে যে, তার সাবেক বাড়িওয়ালা ভাড়া কমানোর বিনিময়ে তার সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর জন্য চাপ দিয়েছিলেন।

হ্যাকেট অভিযোগ করেন যে, বাড়ি লিজ নেয়ার চুক্তি নবায়ন করতে গেলে তিনি ৮০ বছর বয়সের বাড়িওয়ালার কাছ থেকে এক মর্মন্তুদ প্রস্তাব পেয়েছিলেন।

সিটিভি নিউজকে হ্যাকেট বলেন, “তিনি (বাড়িওয়ালা) প্রস্তাব দেন যে, আমি যদি মাসে দুবার তার সামনে নগ্ন হই তাহলে তিনি আমার বাড়িভাড়া কমিয়ে দেবেন।”

ক্যাফের মালিক বলেন, তিনি ওই প্রস্তাবে মর্মাহত হন এবং কোনও জবাব দিতে পারেননি, তিনি তার প্রতিক্রিয়ার পরিণতি ভেবে ভীত হয়ে পড়েন।

পরে তিনি বাড়িওয়ালার সঙ্গে তার কথাবার্তা রেকর্ড করতে শুরু করেন।

এ ধরণের একটি আলাপচারিতার ভিডিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন যেখানে বাড়িওয়ালার কণ্ঠস্বর বিকৃত করেন এবং চেহারা আবৃত করে দেন। ভিডিওতে তাকে কাপড় খুলতে সম্মত হলে “প্রতিবারের” জন্য ২০০ ডলার করে দেবার প্রস্তাব করা হয় বলে অভিযোগ ছিলো। সিটিভি নিউজ সেই সম্পাদনাহীন রেকর্ডিংয়ের সম্প্রসারিত সংস্করণ দেখেছে।

হ্যাকেট বলেন, “আমি যদি থেকে যেতাম, তিনি আমার ওপর ক্ষমতাবান অবস্থানে থাকতেন এবং আমি জানি না যে, তিনি অপ্রত্যাশিতভাবে আমার লিজ বাতিল করে দেবেন নাকি আমাকে প্রতিদিন অস্বস্তিকর অবস্থায় ফেলবেন।”

হ্যাকেটের আইনজীবী পরে ব্রিটিশ কলাম্বিয়ার মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বাড়িওয়ালা হ্যাকেটকে “তার সঙ্গে ড্রিংক করার জন্য তার অফিসে যাওয়ার, পরিচ্ছদ খুলে তাকে নগ্ন শরীর দেখানোর” প্রস্তাব দেন।

এতে লেখা হয়, “তিনি বলেন, সুন্দর পদযুগল দেখে তিনি সুখী হন এবং তার শরীর দেখতে পেলে তিনি সুখী হবেন।”

অভিযোগে আরো বলা হয় এই হয়রানি বৈরিতার সৃষ্টি করে এবং একজন নারী ব্যবসায়ী/ভাড়াটে হিসাবে তার জন্য আপত্তিকর পরিবেশ তৈরি করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *