বিয়েতে মেহজাবীন পরেছিলেন মায়ের বিয়ের শাড়ি
অনলাইন ডেস্ক : মেহজাবীন চৌধুরী বাংলাদেশী মডেল ও জনপ্রিয় অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে শোবিজ জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। বিয়ে করেছেন সম্প্রতি।

বিডিনিউজ২৪.কম জানায়, মায়ের শাড়ি পরে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের ১৪ দিন পর আকদের ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী। এই শাড়িটিকে বিয়েতে মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার বলে মনে করেন মেহজাবীন।
গেল ১৪ ফেব্রুয়ারিতে বিয়ের দিনের ছবি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, “ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম।”
মায়ের দেওয়া শাড়ির কথা জানিয়ে মেহজাবীন লিখেছেন, “আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন।”