কোন লক্ষণগুলো বলে দিবে আপনার লিভারের সমস্যা আছে
অনলাইন ডেস্ক : মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। গোলাকার এই অঙ্গটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ফিল্টার করার জন্য অপরিহার্য। তাছাড়া লিভারের প্রধান কাজ খাবারে পুষ্টি উপাদানগুলো ভেঙে শরীরে শক্তি উৎপাদন করা। লিভার আমাদের শরীরে হজম, পুষ্টি সংশ্লেষণ এবং বিপাকীয় কাজে প্রধান ভূমিকা পালন করে।
সে কারণে এই অঙ্গটিকে সুস্থ রাখা এবং সর্বোত্তম কাজের অবস্থায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিশেষজ্ঞরা বলেন, লিভারের সুস্থতার উপর মানুষের বেঁচে থাকা অনেকাংশে নির্ভর করে। লিভারের কার্যক্ষমতা কমে গেলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিরও আশঙ্কা থাকে।
জেনে রাখা ভাল যে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা শুধু একটি অস্বাস্থ্যকর জীবনধারা লিভারের ক্ষতি করতে পারে। লিভারের ক্ষতির কিছু প্রধান কারণ অ্যালকোহল ব্যবহার, ভাইরাস এবং এর সাথে যুক্ত হতে পারে স্থূলতা।

লিভার ক্ষতিগ্রস্ত হলে কিছু উপসর্গ লক্ষ্য করা যায়, যেমন: চোখ হলুদ বর্ণের হয়ে যাওয়া, পেটে তরল জমে ফুলে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি অনুভব করা, শরীরে বিভিন্ন স্থানে চুলকানি, উচ্চ রক্তচাপ ইত্যাদি।
টাইমস অব ইন্ডিয়ার সূত্র উল্লেখ করে ইন্ডিপেন্ডেন্ট টিভি আরো জানায়, কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে বোঝা যাবে লিভারে সমস্যা হচ্ছে। আসুন জেনে নিন, কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার লিভারে সমস্যা দেখা দিচ্ছে। যেমন:
১. লিভার ক্ষতিগ্রস্ত হলে চোখ হলুদ বা বিবর্ণ হতে পারে। এতে চোখের সমস্যা বাড়বে।
২. লিভারে সমস্যা হলে পা ও গোড়ালি ফুলে যাবে। পা ও গোড়ালি ফুলে যাওয়া থেকে স্বাস্থ্যঝুঁকি বাড়বে।
৩. লিভারের রোগের কারণে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে যায়। এতে পেট খারাপ ও বমি বমি ভাব ও বমি হতে পারে।
৪. লিভার ক্ষতিগ্রস্ত হলে প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যায়। আবার মলের রঙেরও পরিবর্তন ঘটে।
৫. লিভারের সমস্যায় ত্বকের সমস্যা বাড়তে পারে। এ ক্ষেত্রে ত্বকের চুলকানি বেড়ে যেতে পারে।
৬. লিভারের সমস্যায় হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে। ফলে শারীরিক জটিলতা বাড়তে থাকে।