‘বাসযোগ্য’ নতুন এক গ্রহের সন্ধান মিলেছে?
অনলাইন ডেস্ক : গ্রীক দার্শণিক ও বিজ্ঞানী এরিস্টেটলের ধারণা ছিল যে, পৃথিবীর বাইরে এ মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব নেই। তারপর থেকে দুই হাজার দুই শ’বছরেরও বেশী সময় পার হয়েছে। বিজ্ঞানীরা আজও পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে, এমন তথ্য খুুঁজে পাননি। তবে তারা বসে নেই। এ মহাবিশ্বের প্রত্যন্ত অঞ্চলের কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব আছে সে সম্ভাবনায় আশান্বিত হয়ে বিজ্ঞানীরা নিরবিচ্ছিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাদের গবেষণা ও মহাকাশ অভিযানে ইতিমধ্যে হাজার হাজার নতুন গ্রহ-নক্ষত্র ও গ্রহানুপুঞ্জ আবিষ্কৃত হয়েছে। এ সৌরমন্ডলের বাইরের এক্সট্রাটেরেস্ট্রিয়াল জগতের সন্ধানেও ছুটছে মহাকাশযান। প্রতিদিন মহাবিশ্বের অজানা তথ্য-উপাত্ত সংগ্রহ এবং তা পরীক্ষা-নিরিক্ষা ক’রে মহাকাশ বিজ্ঞানের দিগন্ত প্রসারিত হচ্ছে প্রতিনিয়ত।
এর মাধ্যমে যুগের পর যুগ ধরে বিজ্ঞানীরা মহাকাশে প্রাণের অস্তিত্ব খুঁজে চলেছেন। এবার ‘পৃথিবীর মতো বাসযোগ্য’ নতুন এক গ্রহের সন্ধান মিলেছে বলে খবর পাওয়া গেছে। চিলির লা সিলা অবজারভেটরিতে হাই অ্যাকুরেসি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার (এইচএআরপিএস) নামের স্পেকট্রোগ্রাফের পুরনো তথ্য বিশ্লেষণ করে নতুন ওই গ্রহের খোঁজ মিলেছে। অ্যাস্ট্রোবায়োলজি নিউজের বরাত দিয়ে এ খবর জানায় সময়নিউজ।
বিজ্ঞানীদের মতে, ‘আকারে বড় হলেও নতুন গ্রহটি অনেকটা আমাদের পৃথিবীর মতোই। গ্রহটি পৃথিবী থেকে ২০ আলোকবর্ষ দূরে অবস্থিত, যার নামকরণ করা হয়েছে এইচডি ২০৭৯৪ডি। নতুন এই গ্রহ পৃথিবীর ভরের ছয় গুণ।’
গ্রহটির পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস সাময়িকীতে নতুন এই গ্রহের তথ্য প্রকাশ করেছেন তারা।