ক্রিকেটবিশ্বে তামিম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গ্রহণযোগ্য একজন মানুষ হিসেবে
অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি ২০২৫: কিংবদন্তি ক্রিকেটার তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন দু’দিন আগে। এ ক্রিকেটারের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিবাদন জানিয়েছেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। খবর সমকালের।
তামিম ক্রিকেটবিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গ্রহণযোগ্য একজন মানুষ হিসেবে। বিশ্বের কাছে একজন পরিচ্ছন্ন ব্যাটার হিসেবে পরিচিত সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের কাছ থেকে পেলেন দেশসেরার সম্মান। আকরাম খানের কাছে তিনি দেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক।
তামিমের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘তামিমের ব্যাটিং মিস করব আমরা আন্তর্জাতিক অঙ্গনে। মিস করছিলামও। আমি বলব, সে আমাদের সেরা ব্যাটার। আমার সময় থেকে যতজনকে দেখেছি, সেই সেরা। এখনও যে ব্যাটিং করছে, তার ধারেকাছে কেউ নেই। তামিম ইকবালকে ধন্যবাদ দেশের জন্য অবদান রাখায়। একটি বর্ণাঢ্য ক্যারিয়ার তার। সে ছিল টিমম্যান। দলের প্রয়োজনে এক হাতেও ব্যাটিং করেছে। একজন একাগ্র ব্যাটার। সে পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের স্টাইলটাই পাল্টে দিয়েছিল। বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিংয়ের পরিবর্তনটা তামিমের হাত দিয়েই হয়েছে বলব। ২০০৭ বিশ্বকাপ আমরা দেখেছি আক্রমণাত্মক ক্রিকেটটা তার হাত দিয়েই শুরু হয়েছে। পরবর্তী সময়ে কী করেছে, তা সবাই জানি। অসাধারণ ক্যারিয়ার তার। সে এমন একজন, যে প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলেছে। চ্যালেঞ্জ যখন এসেছে, কখনও পিছিয়ে যায়নি। যেটা তামিম ইকবালের সবচেয়ে বড় বিশেষত্ব।’
চট্টগ্রামের খান পরিবারের দ্বিতীয় প্রজন্মের তৃতীয় টেস্ট ক্রিকেটার তামিম। আকরাম খানের পর নাফিস ইকবাল খেলেছেন টেস্ট। বড় ভাই নাফিস অকালে ঝরে গেলেও তামিম নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। নিজের ভ্রাতুষ্পুত্রকে নিয়ে বলতে গিয়ে আবেগী হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম, ‘সত্যি কথা বলতে, ওকে প্রথম যখন দেখেছি অবাক হয়েছি। আকরামের মতে, ‘তামিম জাতীয় দলে আসার আগে আমাদের ব্যাটাররা ডমিনেন্ট করতে পারত না। সেই প্রথম বোলারদের ওর ডমিনেন্ট করে খেলছে। তামিমের অনেক ইনিংস আমি দেখেছি। ও যখন খেলত, আমরা মনোযোগ দিয়ে দেখতাম ব্যাটিংটা। ও চাইলে আরও দুই বছর খেলতে পারত। তবে গত চার বছরে ওর ক্যারিয়ার নষ্ট করা হয়েছে। আমি এতদিন কিছু না বললেও খুব কষ্ট পেয়েছি। ২০১৯ বিশ্বকাপের পর তাকে সেভাবে খেলতে দেওয়া হয়নি। ও নিরবচ্ছিন্ন খেলতে পারলে দেশ লাভবান হতো।’
এদিকে ভোরের কাগজ জানায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও যতদিন সম্ভব, খেলা চালিয়ে যাবেন তামিম ইকবাল। ডিপিএল, বিপিএলের পাশাপাশি সাবেকদের টুর্নামেন্টেও খেলবেন তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অবসরের পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান তিনি।
গুঞ্জন আছে, শিগগিরই বিসিবিতে আসতে পারেন, তার আসার ইচ্ছেও আছে। তবে এ নিয়ে কথা বলতে নারাজ সাবেক এই অধিনায়ক।
তার ভাষ্যমতে, এ মুহূর্তে নেই বলার মতো অবস্থায়। এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব, যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে, ওটা খেলব। যদি ফিট থাকি, বিপিএল খেলব। যতটুক পারি, খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।