টরন্টোতে সিনহা ল প্রফেশনাল কর্পোরেশনের স্টেকহোল্ডারর্স মিট, গ্রিট, ড্রিংক এ্যান্ড ডিনার পার্টি অনুষ্ঠিত
শিক্ষা ও চাকরী সংক্রান্ত বিষয়ে পরবর্তী এক বছর অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ফ্রি নোটারাইজেশন সেবা দেওয়ার অঙ্গীকার

প্রবাসী কণ্ঠ ॥ ২৫ জানুয়ারি, ২০২৫: গতকাল শুক্রবার টরন্টোর মার্কহাম কনভেনশন সেন্টারের বিশাল মিলনায়তনে পাঁচ শতাধিক স্টেকহোল্ডারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সিনহা ল প্রফেশনাল কর্পোরেশনের মিট, গ্রিট, ড্রিংক এ্যান্ড ডিনার পার্টি। জমজমাট এই পার্টিতে উপস্থিত ছিলেন বাংলাদেশী অধ্যুষিত স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং এর এমপিপি ডলি বেগম, সিটি অফ টরন্টোর স্কারবরো সেন্টার এর সিটি কউন্সিলর মাইকেল থম্পসনসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি।
সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয় বেহালা বাজিয়ে কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। এই সময় সবাই দাঁড়িয়ে থেকে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন।

এরপর উপস্থিত স্টেকহোল্ডার ও আমন্ত্রিত বিশেষ অতিথিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনহা ল প্রফেশনাল কর্পোরেশনের কর্ণধার ব্যারিস্টার জয়ন্ত কুমার সিনহা। তিনি উপস্থিত স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের অবদানের কারণেই সিনহা ল প্রফেশনাল কর্পোরেশন আজ এতদূর এগুতে পেরেছে। আমাদের এই সাফল্যের পিছনে রয়েছে আপনাদের অকুণ্ঠ সহযোগিতা ও সমর্থন। আপনাদের কারণেই আজ আমরা আমাদের সহকর্মীদের নিয়ে এই ফ্যামিলি নাইট উদযাপন করতে পারছি।
ব্যারিস্টার জয়ন্ত সিনহা ল প্রফেশনাল কর্পোরেশনের সাফল্যের পিছনে তার সহকর্মীদের অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
তিনি অনুষ্ঠানে আসার জন্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। বক্তব্য শেষে ব্যারিস্টার জয়ন্ত সবাইকে উদ্দেশ্য করে একটি ঘোষণাও দেন। ঐ ঘোষণায় তিনি বলেন এখন থেকে পরবর্তী এক বছর আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ফ্রি নোটারাইজেশন সেবা দেওয়া হবে। তবে এটি কেবল শিক্ষা ও চাকরী সংক্রান্ত পেপার্স এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়াও এস্টেট প্লানিং এ ডিসকাউন্টেড ফি ধরা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী বংশোদ্ভূত অন্টারিও পার্লামেন্টের এমপিপি ডলি বেগমও। তিনি বলেন, ব্যারিস্টার জয়ন্ত সিনহা অনেক কানাডিয়ান বিশেষ করে বাংলাদেশী কানাডিয়ানদের কাছে একজন রোল মডেল এবং মেন্টর। এটি শুধু স্কারবরোতেই নয়, গোটা অন্টারিও প্রভিন্সজুড়েই। তিনি বলেন কমিউনিটির লোকজন সবসময় ব্যারিস্টার জয়ন্তর প্রশংসা করেন।

ডলি বেগম ব্যারিস্টার জয়ন্তকে ধন্যবাদ জানান এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং সিনহা ল ফার্মকে আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে ব্যারিস্টার জয়ন্ত সিনহার প্রফেশনাল কর্মকান্ডের প্রশংসা করে বক্তব্য রাখেন সিটি অফ টরন্টোর স্কারবরো সেন্টার এর সিটি কউন্সিলর মাইকেল থম্পসন।
ব্যারিস্টার জয়ন্ত সিনহাকে অভিন্দন জানিয়ে এক লিখিত বার্তা প্রেরণ করেন বাংলাদেশী অধ্যুষিত স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং এর এমপি বিল ব্লেয়ার।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ নাচ ও গান। আয়োজন ছিল র্যাফেল ড্র এরও। এতে পুরষ্কার জিতে নেন বেশ কয়েকজন।

উল্লেখ্য যে, ব্যারিস্টার জয়ন্ত ও তার টিম প্রধানত রিয়েল এস্টেট, সিভিল লিটিগেশন, ফ্যামিলি ল, ইমিগ্রেশন ল, উইলস, পাওয়ার অব এটর্নি, নোটারাইজেশন ইত্যাদি নিয়ে কাজ করেন। বাংলা এবং ইংরেজী ছাড়াও হিন্দী ও উর্দু ভাষাতেও সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও স্টেকহোল্ডারদেরকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।