টরন্টোয় অনুষ্ঠিত হলো বুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডা’র  নবনির্বাচিত কমিটির অভিষেক

টরন্টো, ১৯ জানুয়ারী : গতকাল রবিবার ১৯ জানুয়ারী দুপুর একটায়   টরন্টোর বিডি ফিউশন রেস্টুরেন্ট এর ব্যাংকুয়েট হলে বুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডা’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। তাছাড়া, সংগঠনের উদ্যোগে গত বছরের ২৯ নভেম্বর সফল বুয়েট নাইট উদযাপনে সক্রিয় সহযোগিতা ও সমর্থনের জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবী ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। 

সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের সাথে নিয়ে কেক কাটছেন
বক্তব্য রাখছেন নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুস সালাম
কমিউনিটি এক্টিভিস্ট ডা : নুরুল্লাহ তরুণকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে
প্ল্যাটিনাম স্পনসর ব্যারিস্টার ওমর হাসানকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে
বক্তব্য রাখছেন টাইটেল স্পনসর রিয়েল্টর আব্দুল আউয়াল
নৃত্য ও গান পরিবেশন করছেন পারমিতা তিন্নি ও ইমরান সুমন

অনুষ্ঠানে ২০২৫-২৬ এর মেয়াদে নবনির্বাচিত কমিটিতে আব্দুস সালামের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট বোর্ড অফ ডিরেক্টরস দায়িত্ব গ্রহণ করেন।  কমিটির অন্য সদস্যরা হলেন, ভাইস প্রেসিডেন্ট পদে  ইউসুফ তালুকদার, পরিচালক প্রশাসন পদে মনীষ পাল, পরিচালক ইয়ুথ এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স পদে ড: আনোয়ারুল বাশার, পরিচালক মেম্বারশিপ পদে অজয় মজুমদার, পরিচালক ফিনান্স পদে তানজিলুর রহমান, পরিচালক প্রফেশনাল ডেভেলপমেন্ট পদে ড: ফয়সল আহমেদ, পরিচালক পাবলিসিটি এন্ড কমিউনিকেশনস ইফাত আরা, পরিচালক সোশ্যাল ডেভেলপমেন্ট শামীমুর রশীদ, পরিচালক ইনফরমেশন টেকনোলজি নাকিব ফাইয়াজ, পরিচালক কালচারাল অ্যাফেয়ার্স শেখ সাবরিনা শাওলিন।

সংগঠনে নবনিযুক্ত ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। উপদেষ্টামণ্ডলীতে আছেন হারুনর রশিদ,  শফিকুর রহমান, সহিদ উদ্দিন হিরণ, ড: মোহাম্মদ হাসান ও বজলুর ভূঁইয়া মারুফ।

অনুষ্ঠানের সূচনা লগ্নে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত বাজানো  হয়। এই সময় দর্শকেরা দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সাবরিনা শাওলিন ও নূর এ জান্নাত। তারা আনুষ্ঠানিকভাবে অতিথিদের স্বাগত জানান এবং স্বেচ্ছাসেবীদের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা পাঠ করে শোনান। এরপর এসোসিয়েশন পরিচালনা কমিটির ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) মনীষ পাল অনুষ্ঠানের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন I

এরপর বিগত বুয়েট নাইট সফলভাবে সম্পন্ন করার জন্য যেসব পৃষ্ঠপোষক এবং বিজ্ঞাপনদাতারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতাপত্র পাঠ  করা হয়। এরপর তাদেরকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। সংগঠনের প্ৰাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ তাদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।

সম্মাননার প্রতিউত্তরে বুয়েট এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কমুনিটির পরিচিত মুখ টাইটেল স্পনসর রিয়েল্টর আব্দুল আউয়াল,  প্ল্যাটিনাম স্পনসর ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, ডায়মন্ড স্পনসর ব্যারিস্টার সূর্য চক্রবর্তী এবং কমিউনিটি এক্টিভিস্ট ডা : নুরুল্লাহ তরুণ ।

অনুষ্ঠানে আরো যাদেরকে সম্মাননা জানানো হয়,  তাদের মধ্যে আছেন  গোল্ড স্পনসর টরন্টোর সুপরিচিত মর্টগেজ এজেন্ট এবং রিয়ালটর যথাক্রমে বজলুর মারুফ এবং মহি রহমত উল্লাহ, বনলতা কনসাল্টিং এর প্রধান নির্বাহী ড: মোহাম্মদ আলী হোসাইন,  বিল্ডার নুরুল হুদা এবং রোকেয়া সুলতানা দম্পতি, রিয়েল্টর আনোয়ার করিম এবং ইমিগ্রেশন কনসালটেন্ট ওয়াজির হোসেন মুরাদ।

আরো যাদেরকে সম্মাননা জানানো হয়, তাদের মধ্যে আছেন সিলভার স্পনসর রিয়েলটর আব্দুল মান্নান, জোবায়ের আহমেদ সিপিএ, আল মদিনা সুপারমার্কেট এর স্বত্বাধিকারী কামরুল ইসলাম, রিয়েল এস্টেট ফটোগ্রাফার আবু সালেহীন I 

অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট সহিদ উদ্দিন হিরণ নবনির্বাচিত প্রেসিডেন্ট আব্দুস সালাম এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আব্দুস সালাম নবনির্বাচিত কমিটিকে অভ্যাগত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন। নতুন কমিটির প্রেসিডেন্ট তার বক্তব্যে সংগঠনের ইতিহাস তুলে ধরেন এবং আগামী দু বছরের কর্ম মেয়াদে কমুনিটির সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,  শিক্ষা প্রতিষ্ঠান নির্বিশেষে নতুন অভিবাসীরা সংগঠনের সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা সদস্যদের মাধ্যমে চাকুরী বা সামাজিক যে কোনো প্রয়োজনে সহযোগিতা পাবেন।

কমিটির পক্ষ থেকে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং বুয়েট নাইট এর কনভেনর ইউসুফ তালুকদার সমাপনী বক্তব্য রাখেন I অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কৃতজ্ঞতা জানানো হয় । তাদের মধ্যে ছিলেন, এনআরবি টিভির শহিদুল ইসলাম মিন্টু এবং মাসুদ করিম, ক্লাইমেট চ্যানেল এর সঞ্জয় চাকি এবং মাসুদ পারভেজ, প্রবাসী টিভির দিন ইসলাম, প্রবাসী কণ্ঠের খুরশিদ আলম, এবং বাংলা কাগজের ফজলুল হক সৈকত। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে রেজাউর রহমান, মির্জা শহিদুর রহমান, নওশের আলী। অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন পরিচালক এবং উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড: দেলোয়ার হোসাইন, কামরুল ইসলাম, জামাল আহমেদ, শুভ্র চক্রবর্তী, আমিনুল হক, ড: আলী তারিক, আহসান চৌধুরী, মঞ্জুর আলম, সেলিম রহমান, গোলাম মহিউদ্দিন, নুরুজ্জামান, রতন রায় প্রমুখ। নির্বাচন কমিশনারদের মধ্যে ছিলেন মোহাম্মদ রহমান, খালেদ আল মামুন, ইশতিয়াক আহমেদ।

নতুন কমিটির অভিষেক উদযাপনকে স্মরণীয় করে রাখবার জন্য সংগঠনের নেতৃবৃন্দ আগত সদস্য এবং অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।

বিডি ফিউশন রেস্টুরেন্ট এর বুফে খাবার দিয়ে অতিথিদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

মধ্যাহ্ন ভোজের পর টরন্টোর বিশিষ্ট নৃত্যশিল্পী তারানা ড্যান্স গ্রুপ এর কর্ণধার পারমিতা তিন্নি  মনমাতানো নৃত্য পরিবেশন করেন। এ অনুপম বিকালে সবশেষে গান পরিবেশন করেন টরন্টোর গুণী শিল্পী ইমরান সুমন, তাসনুভা বাশার এবং  ফরহাদ হোসাইন কচি। সংগীতের মূর্ছনা মিলিয়ে যায় আর তারই রেশ ধরে অতিথিরা নেমে আসেন হলের বাইরে পার্কিং লটে গাড়ির অপেক্ষায় । -প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *