আবারও ফ্রান্সের ‘বর্ষসেরা’ কিলিয়ান এমবাপ্পে
অনলাইন ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। ফ্রান্স জাতীয় দল এবং পিএসজির অন্যতম স্ট্রাইকার। ২০১৮ বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন। এখন পর্যন্ত উদীয়মান এই তারকা ফ্রান্সের হয়ে ২২ করেন ৮ গোল।
এবার ২০২৩-২৪ মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। গত ১৪ ডিসেম্বর ফ্রেঞ্চ ফুটবল এটি নিশ্চিত করে। যমুনা টিভি জানায়, রিয়াল মাদ্রিদ তারকা হলেও এ পুরস্কার তিনি জিতেছেন পিএসজির হয়ে শেষ মৌসুম দারুণভাবে শেষ করার কারণে।
এ নিয়ে চতুর্থবার ফ্রান্সের সেরা ফুটবলার হলেন এমবাপ্পে। পিএসজির হয়ে গত মৌসুমে ৫২ গোল করেন তিনি। জেতেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ।
এছাড়া ফ্রান্সের অধিনায়ক হিসেবে দলকে ওঠান উয়েফা ইউরোর সেমিফাইনালে। রিয়াল মাদ্রিদে আসার পর ২২ ম্যাচে ১২ গোল এসেছে তার পা থেকে।
এবার এ তালিকায় দ্বিতীয় হয়েছেন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলানের গোলরক্ষক মাইক মেইগনান হয়েছেন তৃতীয়। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ সতীর্থ এডুয়ার্ডো কামাভিঙ্গা ও অরেলিয়ান চুয়ামেনি।