ভেবেছিলেন অবসরে যাবেন, এখন ৬ ছবিতে আমির
অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর ২০২৪: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান ভেবেছিলেন অভিনয় থেকে অবসরে যাবেন। কিন্তু পরিবারের পরামর্শে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন।
হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবনের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জনপ্রিয় এই অভিনেতা ৫৩ বছর বয়সেও তার পেশীবহুল শরীরের যে কসরত দেখাচ্ছেন তা অন্য কোনো অভিনেতার মধ্যে খুব কমই দেখা গেছে।
তবে তার কপালে হাত পড়েছিল ২০২২ সালে তাঁর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর! কিন্তু তারপর বিরতি নিলেও ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
ইন্ডিপেন্ডেন্ট টিভি জানায়, সম্প্রতি ভারতের একটি গণমাধমে দেয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, প্রত্যাবর্তনের কথা ভেবে তিনি ছ’টি নতুন প্রজেক্ট নিয়ে নেন। তাঁর ভাষ্য, ‘আগে জীবনে কোনও দিন একসঙ্গে আমি ছ’টা কাজ নিয়ে ভাবনাচিন্তা করিনি। কিন্তু মনে হয়েছিল হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র ১০ বছর বাকি রয়েছে। তাই সিদ্ধান্ত নিই।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘জীবনকে বিশ্বাস নেই। কালই হয়তো মারা যেতে পারি। হয়তো ৭০ বছর পর্যন্ত আমি অভিনয় করব। অর্থাৎ আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে। ক্যারিয়ারের এই শেষ কয়েকটা বছরকে আমি একটু ভালো করে ব্যবহার করতে চাই।’
সেই সাক্ষাৎকারে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। তিনি বর্ষীয়ান হলিউড অভিনেতা ক্লিন্ট ইস্টউডের উদাহরণ টেনে আমিরের অবসরগ্রহণের পরিকল্পনাকে মানতে রাজি হননি। আমির অবশ্য বিষয়টিকে ব্যতিক্রম হিসাবেই দেখতে চেয়েছেন।