‘শেকড়ের টানে’ নাটক দিয়ে পর্দায় ফিরছেন আবুল হায়াত

অনলাইন ডেস্ক : গুণী অভিনেতা আবুল হায়াত ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে বর্ষীয়ান এই অভিনেতার আত্মজীবনী ‘রবি পথ’। গত ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচিত হয়। যেখানে উপস্থিত ছিলেন এই অভিনেতা, তার স্ত্রী-সন্তান, আত্মীয় ও সহকর্মীরা।
বইটি লিখেছেন আবুল হায়াত নিজেই। শুধু ক্যারিয়ারই নয়, ব্যক্তিগত জীবনের অনেক অজানা গল্প উঠে এসেছে অভিনেতার ‘রবি পথ’-এ।
তবে বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না তাকে। এদিকে অভিনেতাকে আবারও পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। আরটিভি জানায়, অবশেষে ভক্তদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শিগগিরই ‘শেকড়ের টানে’ নামের একটি নাটক দিয়ে পর্দায় ফিরছেন আবুল হায়াত। সুজিত বিশ্বাসের রচনায় নাটকটি নির্মাণ করছেন বাবু সিদ্দিকী। ইতোমধ্যে নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন আবুল হায়াত।
অভিনেতা বলেন, এতে গল্পের প্রধান চরিত্র অর্থাৎ দাদুর চরিত্রে অভিনয় করেছি আমি। গল্পে দেখা যাবে, একটি গরিব মেয়েকে বিয়ে করার জন্য আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ২৫-২৬ বছর পর তার ছেলে শেকড়ের টানে আমার কাছে এসে উপস্থিত হয়। আমার কাছে ভালো লেগেছে গল্পটি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।
আরজুমান্দ আরা বকুল বলেন, দীর্ঘদিন পর হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করে সত্যিই ভীষণ ভালো লাগল। একজন আবুল হায়াত আমাদের অভিনয় অঙ্গনের গর্ব, অহংকার। যদিও তিনি কিছুটা অসুস্থ। তার পরও গল্প ভালো লাগায় তিনি যে অভিনয় করেছেন, এটাও অনেক বড় বিষয়।
প্রসঙ্গত, ‘শেকড়ের টানে’ নাটকে আবুল হায়াত ও আরজুমান্দ আরা বকুল ছাড়া আরও রয়েছেন, আজিজুল হাকিম, শতাব্দী ও জিমসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *