জীবনের বহু রং

সাইদুল হোসেন

(পূর্ব প্রকাশিতের পর)

(আঠাশ)

Use of 3R’s

আমি ম্যাটৃক পাস করেছি ১৯৫০ সনে ঢাকা সেকেন্ডারী এজুকেশান বোর্ড থেকে। সেই যুগে ক্লাস নাইন-টেনে ইংলিশ গ্রামার ক্লাসে টিচাররা আমাদের শেখাতেন যে শিক্ষিত (literate) এবং অশিক্ষিত (illiterate)-এর ব্যবধানটা হলো 3R’s জানা অথবা না জানা।

সেই 3R’s হলো : Reading, Writing, and Arithmetic. যারা এই তিনটা জানে অর্থাৎ যারা বাংলা-ইংরেজী যে ভাষা-ই হোক পড়তে, লিখতে জানে এবং তৎসংগে অংকেও পারদর্শী, তারা হলো শিক্ষিত; আর যারা এই তিনটা জ জানে না. তারা হলো অশিক্ষিত।

Those who know the 3R’s are literate, and those who don’t know, they are illiterate.

যুগ বদলে গেছে। জানি না আজ এই ৭৫-৮০ বছর পর বর্তমান বাংলাদেশের হাইস্কুলে ছাত্রছাত্রীদের এধরনের শিক্ষা দেয়া হয় কিনা।

* * *

যুগ বদলে গেছে, দেশও বদলে গেছে। গত ৩৪ বছর ধরে আমরা স্বামীস্ত্রী ক্যানাডাবাসী। ইংরেজী ভাষার দেশ ক্যানাডা, সমান মর্যাদায় French language-ও চলে। English Canada and French Canada. No problem.

তবে এদেশে নানা দ্রব্যের প্রাত্যহিক ব্যবহারের ক্ষেত্রে উপরে উল্লিখিত 3R’s-এর প্রয়োগটা হচ্ছে ভিন্ন মাত্রায়। এদেশকে garbage-free (আবর্জনা/জঞ্জালমুক্ত) রাখতে দেশের সরকার সর্বদা সচেষ্ট। তাই এদেশের 3R’s-এর application-টা হলো : Reduce, Reuse, Recycle. (নিত্য ব্যবহার্য সব ধরনের বস্তুসামগ্রীর বেলাতেই এই slogan-টা কার্যকর এদেশে।)

-এপ্রিল ২০, ২০২৪

(ঊনত্রিশ)

“মুসলিমরা কি মৃত্যুর পর

স্বর্গে যেতে পারবে?”

শিল্পীর কল্পনায় স্বর্গোদ্যান। ছবি : আর্টপাল

বহু যুগ পূর্বে ১৯৩৯-১৯৪৫ সনে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বৃটিশ ইন্ডিয়ার বোম্বে সিটির অদূরে অবস্থিত এক যুদ্ধাস্ত্র তৈরীর কারখানায় হিন্দু ওয়ার্কারদের আয়োজিত এক ধর্ম সভায় উপস্থিত এক গুরুজীর প্রতি তাঁর ভক্তদের মাঝে কয়েকজন এই প্রশ্নটি উঠিয়েছিলো।

সেই সভায় একজন বেংগলী মুসলিম ওয়ার্কারও উপস্থিত ছিলেন। তিনি ছিলেন আমাদের ব্রাক্ষ্মণবাড়িয়ার লোক। সেই প্রত্যক্ষদর্শী নিজ মুখে আদ্যোপান্থ ঘটনাটা আমাদের সামনে বর্ণনা করেছিলেন ১৯৫৫ সনে ঢাকা শহরে। আমরা দু’জন ছিলাম তৎকালীন ইস্ট বেংগল সেক্রেটারিয়েটের দুই কেরানী ভিন্নভিন্ন দুই ডিপার্টমেন্টে। তিনি ছিলেন আমার থেকে ২০-২৫ বছরের সিনিয়র।

বিস্তরিত প্রশ্নটা ছিল এরকম :

গুরুজী, আমরা তো হিন্দু। হিন্দু ধর্মের বেদ-উপনিষদ-রামায়ন-গীতা-মহাভারত ইত্যাদি পড়ি, সেগুলোর আদেশ-নির্দেশ মেনে চলি; ভগবানদের পূজা করি, তাঁদের নাম জপ করি। মৃত্যুর পর আমরা তো স্বর্গে যাবার আশা করতে পারি।

অন্যদিকে আমাদের ইন্ডিয়াতে লক্ষলক্ষ মুসলিম জনগণও রয়েছে যারা হিন্দু ধর্ম মানে না, দেবদেবীদের পূজা করে না, রাম নাম জপে না, কৃষ্ণ নাম জপে না। ওদের মাঝে বহু সৎলোক, ভালো আদমীও রয়েছে। গুরুজী, মৃত্যুর পর ওরা কি স্বর্গে যেতে পারবে? ওদের কি গতি হবে পরজগতে?

প্রশ্নটা শুনে গুরুজী কিছুক্ষণ চুপ করে থেকে প্রশ্নকারীদের উদ্দেশে বললেন :

বিষয়টা নিয়ে আমি আগেও ভেবেছি, একটা সিদ্ধান্তেও পৌঁছেছি। তবে আমার সিদ্ধান্তটা জানানোর আগে আমাকে বলতো, তোমরা কি কখনো মুসলিমদের মুখে “হালাল” এবং “হারাম” কথা দু’টি শুনেছ?

উপস্থিত জনতা সমস্বরে বলে উঠলো যে হ্যাঁ, তারা মুসলিম পড়শী, সহকর্মী এবং অন্যান্যদের মুখে কথা দু’টি ঘনঘনই উচ্চারিত হতে শুনে থাকে বটে।

তাদের উত্তর শুনে মৃদু হেসে গুরুজী বললেন, “আমার ধারণা মতে মৃত্যুর পর, পরকালে মুসলিমদের মুক্তির অথবা স্বর্গবাস লাভের ঐ একটাই মাত্র ভরসা।

“আমি মনে করি যে মুসলিমরা যখন বলে “হারাম”, তখন তারা ভগবান রামকেই স্মরণ করে এবং রাম নাম-ই জপ করে।

“ঠিক তেমনিভাবে, মুসলিমরা যখন বলে “হালাল”, তখন তারা ভগবান শ্রীকৃষ্ণ মুরারীলালকেই স্মরণ করে এবং কৃষ্ণ নাম-ই জপ করে।

“আর তোমরা তো জানোই যে ভগবানের নাম জপ করলে সেই ভগবান অতিশয় প্রীত হন, খুশী হন।

“জন্ম, মৃত্যু, পরকাল, স্বর্গ, নরক এসব হচ্ছে ভগবানের লীলা, রহস্যময় জগৎ, আমাদের মত সাধারণ মানুষের বুঝের আওতার বহির্ভূত। ভগবান দয়ালু তাঁর সৃষ্টির প্রতি। তাই এমনও তো হতে পারে যে যেসব মুসলিম নিয়মিত “হারাম” ও “হালাল” জপ করে থাকে এই পৃথিবীর বুকে, মৃত্যুর পর স্বর্গবাস লিখে দিয়ে ভগবান তাদের পুরস্কৃত করতে পারেন। কারণ এসব হচ্ছে ভগবানেরই অধিকারভুক্ত আচরণ, ভগবানেরই এখ্তিয়ার।”

-এপ্রিল ২১, ২০২৪

(ত্রিশ)

Some jokes, tidbits,
wise talks, etc.

From the Internet.

 (এক)

Attitude toward work:

  1. Japanese attitude:

”If one can do it, I can do it. If none one can do it, I must do it.”

  1. Middle Eastern countries’ attitude:

”Wallahi, if one can do it, let him do it. If no one can do it, Ya Habibi, how can I do it?”

(দুই)

বাংলা ভাষা

YouTube থেকে-

১)  বাংলাদেশের ৫টি কঠিন ভাষার জেলা Video clip-টাতে বর্ণনাকারীর মুখে এই ছড়াটি শুনলাম ঃ

“বাংলাভাষাটা বরিশালে গিয়ে হোঁচট খেয়েছে,

নোয়াখালীতে গিয়ে সে পড়ে গেছে,

সিলেটে গিয়ে সে আহত হয়েছে,

আর চট্টগ্রামে গিয়ে সে নিহত হয়েছে।”

২) অন্য একটি ছড়াও বেশ মজাদার। শুনিয়েছেন বাংলাদেশের বিখ্যাত ইসলামী বক্তা ডঃ মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন যে-

“বাংলাভাষার জন্ম কুষ্টিয়া-

ঝিনাইদহ জেলাতে,

সেটার কিশোর কাল কেটেছে

খুলনা জেলাতে,

বয়ষ্ক হয়েছে সে কুমিল্লাতে,

অসুস্থ হয়েছে সে সিলেটে,

তার মৃত্যু ঘটেছে চট্টগ্রামে,

এবং তাকে দাফন করা হয়েছে কক্সবাজারে ॥”

(তিন)

একটা bookmark-এ লেখা এই মূল্যবান quote-টা চোখে পড়লো। সেটাকে আমি আমার writing table-এ একটা plastic holder-এর ভেতরে ঢুকিয়ে চোখের সামনে রেখে দিয়েছি যাতে বারবার কথাগুলো আমার চোখের পড়ে এবং আমি তাতে অনুপ্রাণিত হই।

“Start each day with a positive THOUGHT and a grateful HEART.”

– Roy T. BENNETT

(চার)

পৃথিবীজুড়ে সর্বদেশেই বর্তমান ধারা হচ্ছে দেশের জনসংখ্যা বৃদ্ধি ঠেকানোর আপ্রাণ চেষ্টা। অথচ রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin তাঁর দেশের নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন তাদের আগের generation-এর দাদীনানীদের মত অধিক সংখ্যক সন্তান, অন্ততঃ আটটি সন্তানের জন্ম দিয়ে তাদের দেশকে শক্তিশালী ও সমৃদ্ধ করেন। রাশিয়ার জনসংখ্যা ক্রমশঃই হ্রাস পাচ্ছে। (CP TV news)

(পাঁচ)

 Nearly 50,000 Americans died by suicide in 2022, highest number ever recorded. (CP24 TV news)

(ছয়)

Nearly 30 million African women have suffered very painful genital mutilation since 2016. (CP24 TV news Mar 7, 2024)

(সাত)

বিভিন্ন ধরনের অপরাধের কারণে Milton Hylton নামক এক criminal-এর বিরুদ্ধে Toronto Police ১৬৮টি charge এনে মামলা দায়ের করেছে। (CP24 TV, Mar 9, 2024)

(আট)

WHO CARES?

একদিন Laundry Room-এ গেলাম কিছু কাপড় ধুতে। লক্ষ্য করলাম যে wall-এ একটা সাদা কাগজ আঠা দিয়ে লাগানো রয়েছে, তাতে বড় বড় অক্ষরে লেখা:

Who cares?
Why? You!

আশ্চর্যরকম উৎসাহদানকারী একটা মাত্র কথা : YOU!

চমৎকার! চমৎকার! Bravo!

অবশ্যই প্রয়োজনে অন্যদের careআমাদের নিতে হবে। নেয়া উচিৎ।

(নয়)

অপর একটা bookmark-এ লেখা আছে দেখলাম :

Study Nature, love Nature, stay close to Nature. It will never fail you.

Frank Lloyd Wright

(দশ)

50,000 Canadians lose their eye sight every year. (Source: CNIB Foundation)

(এগারো)

Life is 2- sided.
A wise man once said:

  1. Hate has 4 letters but so does Love.
  2. Enemies has 7 letters but so does Friends.
  3. Lying has 5 letters but so does Truth.
  4. Cry has 3 letters but so does Joy.
  5. Negativity has 10 letters but so does Positivity.

Life is 2- sided, so choose the better side of it.
(From the Internet)

(বারো)

15 Times Honours & Master’s degree holder LUCIANO (ITALY)
[From the BANGLA MAIL newspaper (Toronto) of 16 February, 2017, page 64] (Source: News Agency AFP)

Luciano Baitti lives in the city of Valetri (Alban Hill) near Rome, Italy. He was 70 years old when the news was published in 2017.

Luciano lives in his own home and keeps himself busy in gardening, etc, and in reading books. Sleeps short hours at night and studies a lot.
He is so meritorious that so far he has obtained as many as 15 Honours and Master’s degrees in different subjects from various universities of Italy. He takes earning a new degree as a challenge.
When asked, ”How could you achieve so much?”
”I want to see how far my body and my intellect (merit) can take me”, replied Luciano.
Luciano is a wonder! Amazing!

(তেরো)

Ontario Sunshine List, 2023

ক্যানাডার অন্টেরিও প্রোভিন্সে কর্মরত পাবলিক সেকটরের আমলাদের, যাঁরা বছরে তাঁদের সেলারী ও বোনাস ইত্যাদি মিলিয়ে এক লাখ ডলার অথবা তার অধিক আয় করেন, বছর শেষে তাদের একটা List প্রকাশিত হয়। এটার নাম Ontario Sunshine List.

২০২২ সনে এই List-এ নাম উঠেছিলো ২৬৭,০০০ জনের। সেটা ২০২৩ সনে এসে দাঁড়িয়েছে ৩০০,৫৭০ জনে; ৩০,৫৭০ জন অর্থাৎ ১২.৫% বৃদ্ধি। এই ৩০০,৫৭০ জনের মাঝে সর্বোচ্চ আয়কারী ৩ জন কাজ করেন Ontario Power Generation-এ। তাঁরা হলেন :

Kenneth Hartwick, CEO, $1.93 million

Domimique Miniere, Chief Strategy Officer, $1.2 million

Micheal Martelli, Chief Projects Officer, $1.00 million (nearly)

Interestingly, Ontario Premier Doug Ford earned $208,974.
His Chief of Staff, Patrick Sackville, earned $324,675!

(Source: Google search)

(চৌদ্দ)

There is no excuse for not trying. Never give up.

(পনরো)

Take responsibility of your own decision. Stop blaming others, it doesn’t help.

(ষোল)

Great things never came from comfort zones.

(সতরো)

Stop wishing. Start doing.

(আঠারো)

Hard work pays off.

(উনিশ)

সৎ চরিত্র

(সংস্কৃত শ্লে­াক)

“মাতৃবৎ পরদারেষু

পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ ॥”

অর্থাৎ সেই ব্যক্তিই সৎচরিত্রবান যে পরস্ত্রীকে নিজের মায়ের মত শ্রদ্ধাভক্তি করে, এবং পরের ধনসম্পদকে পথের ঢিলা বা ইটপাটকেলের মত তুচ্ছ জ্ঞান করে।

(কুড়ি)

উত্তম কোনটি?

ফার্সী ভাষার কবিতাংশ-

“দানা দুশ্মন, নাদান দোস্ত

তাজা মস্লি, গান্দা গোশ্ত ॥”

মুর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম, এবং বাসী মাংসের চেয়ে তাজা মাছ উত্তম।

(একুশ)

Paradox of Our Times

The paradox of our times is that we have taller buildings, but shorter tempers; wider freeways, but narrower viewpoints. We buy more, but enjoy it less. We have bigger houses and smaller families; more conveniences, but less time. We have more advanced degrees, but less common sense; more knowledge but less good judgment; more medicine, but less wellness.
We have multiplied our possessions, but reduced our values. We have higher incomes, but lower morals.
We have been all the way to the moon and back, but have trouble crossing the street to meet a new neighbour. We’ve conquered outer space, but inner space is still a mystery to too many of us.
We have cleaned up the air, but polluted the soul; split the atom, but not our prejudices.
We talk too much, love too seldom and hate too often.
These are times of steep profits and shallow relationships; world peace, but domestic warfare; more leisure, but less fun; two incomes and more divorce.
It is a time when there is much in the show window and nothing in the stockroom.
It is a time when technology can bring a letter to you in seconds, and you can choose either to make a difference or just hit ’delete.’
From the Internet

 (বাইশ)

Death of a Nation
At the entrance gate of a university in South Africa, the following message was posted for contemplation:
ÒDestroying a nation does not require the use of atomic bombs or the long range missiles. It only requires lowering the quality of education and allowing cheating in the examinations by the students.”

  1. Patients die at the hands of such doctors.
  2. Buildings collapse at the hands of such engineers.
  3. Money is lost at the hands of such economists and accountants.
  4. Humanity dies at the hands of such religious scholars.
  5. Justice is lost at the hands of such judges.

”The collapse of education is the collapse of the nation.”
From the Internet

(চলবে)

সাইদুল হোসেন। মিসিসাগা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *