বিশ্বের সবচেয়ে শান্ত শহরগুলোর মধ্যে টরন্টো একটি!
প্রবাসী কণ্ঠ নিউজ ডেস্ক: বিশ্বাস করুন বা না করুন, তথ্য বলছে যে কানাডার বৃহত্তম শহর টরন্টো আসলে বিশ্বের সবচেয়ে শান্ত শহরগুলোর মধ্যে একটি! অনলাইন ভাষা শিক্ষার প্লাটফর্ম প্রিপ্লাই (Preply) বিশ্বের সবচেয়ে কোলাহলপূর্ণ এবং সবচেয়ে শান্ত শহরগুলোর একটি তালিকা প্রস্তুত করেছে। এটি করতে গিয়ে তারা যে সব ফ্যাক্টরকে বিবেচনায় নিয়েছে তার মধ্যে আছে জনসংখ্যার ঘনত্ব, সড়ক পথে ব্যয় করা গড় সময়, শব্দ দূষণের মাত্রা ইত্যাদি। খবর নাউ.কম এর।
টরন্টো নিম্নলিখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে বিশ্বের ১০তম শান্ত শহরের স্থান পেয়েছে। বিষয়গুলো হলো, প্রতি বর্গকিলোমিটারে ৪০০০ জন লোক, বার্ষিক ভ্রমণকারী ৪,৪৫১,০০০ জন, রাস্তায় চলাচলের সময় গড়ে ৪৫ মিনিট ব্যয় করা ইত্যাদি।
বিশ্বের সবচেয়ে শান্ত শহরগুলো কোথায়?
সবচেয়ে শান্ত শহরের তালিকায় রয়েছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট। এই শহরে প্রতি বর্গকিলোমিটারে ৩০০০ লোক বাস করে। বছরে পর্যটকের সংখ্যা প্রায় ২,৫১১,৪০০ জন। যানজটে আটকে থাকা গড় সময় ২৩ মিনিট। এবং শব্দ দুষণের মাত্রা ৪৫.৭।
দ্বিতীয় শান্ত শহরটিও জার্মানিতে। শহরটি হলো মিউনিখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৫,০০০ জন এবং প্রায় ৩,৪৯২,০০০ জন পর্যটক ভিজিট করেন বছরে। আর রাস্তায় জ্যামে আটকে প্রায় ৩০ মিনিট ব্যয় করতে হয় এখানে এবং শব্দ দূষণের মাত্রা ৩৭.৪১।
তৃতীয় শান্ত শহরটির হলো নেদারল্যান্ডস এর আমস্টারডাম। এবং ইতালির ফ্লোরেন্স চতুর্থ স্থানে। অন্য একটি জার্মান শহর বার্লিন রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠস্থানে জাপানের কিয়োটো। এরপর অস্ট্রেলিয়ার সিডনি, চেক প্রজাতন্ত্রের প্রাগ রয়েছে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে।