হিন্দু মেয়ের প্রেমে পড়ে শাহরুখ নিজের নাম রেখেছিলেন ‘অভিনব’
অনলাইন ডেস্ক : শাহরুখ খান বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। বলিউডের বাদশাও বলা হয় তাকে। সেই বাদশা যখন ১৮ বছরের তাগরা যুবক তখন প্রেমে পড়েছিলেন গৌরী ছিব্বারের। খবর এটিএন নিউজের।
কিন্তু শাহরুখ মুসলিম, গৌরী হিন্দু-এই ধর্মের পার্থক্য তাঁদের ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, তা বুঝেছিলেন দু’জনেই। তাই শুরুতে সম্পর্কের কথা পরিবারকে জানায়নি তারা। তবে যখন সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন, তখন থেকে সমস্যার শুরু হয়।
গৌরীর পরিবার আদৌও মেনে নেবে কিনা, বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। ঠিক তখনই একটা বুদ্ধি বের করেন গৌরী। এক সাক্ষাৎকারে গৌরী বলেন, “আমরা ওর নাম পাল্টে দিয়েছিলাম। নতুন নাম রেখেছিলাম ‘অভিনব’। ও খুব লাজুক আর ছেলেমানুষ ছিল।”
যদিও এই কৌশল বেশি দিন কাজ করেনি। সম্পর্ক জানাজানি হয়ে যায়। তবে বাঁধা পেরিয়ে অবশেষে তাঁরা বিয়ে করেন। কিন্তু ঘটনাক্রমে বিয়ে বাড়িতেই শুরু হয় বিক্ষোভ, ছোঁড়া হয় ইটপাটকেল।
যদিও ততক্ষণে শাহরুখ-গৌরী বিয়ে সেরে ফেলেছে। কেউ ধর্ম পাল্টাননি। শাহরুখ মুসলিমই রয়ে গিয়েছেন, গৌরী হিন্দু রয়ে গিয়েছেন। এখন তাঁদের বাড়ি ‘মান্নাত’-এ চলে হিন্দু ও ইসলাম-দুই ধর্মেরই রীতিনীতি। সন্তানদের তাঁরা বড় করেছেন ধর্ম নয়, মূল্যবোধকে সামনে রেখে। শাহরুখ নিজে একবার বলেছিলেন, “আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আর আমাদের সন্তানেরা ভারতীয়।”