বর্ষসেরা ফুটবলারের মুকুট ঋতুপর্ণার মাথায়

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা। পরপর দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই তারকা।

এনটিভির জানায়, গত বছর অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋতুপর্ণা চাকমার গোলটি কারও সহজে ভোলার কথা নয়। সেই গোলে খুলে যায় বাংলাদেশের টানা দ্বিতীয় সাফ জয়ের দুয়ার। বাংলাদেশ ফুটবলের এই তারকা পুরো আসরজুড়েই ছিলেন প্রতিপক্ষের মাথাব্যথার কারণ।

সাফের ছন্দ তাকে এনে দিয়েছে বর্ষসেরা নারী ফুটবলারের স্বীকৃতি। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গত ১১ এপ্রিল বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) পক্ষ থেকে দেওয়া হয় ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মাননা। সেখানে ফুটবলার ক্যাটাগরিতে সেরাদের সেরা হন ঋতুপর্ণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ঋতুপর্ণা। ভুটানের লিগে খেলতে ঐ দেশটিতে ছিলেন তিনি। ঋতুর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন জাতীয় দলের আরেক ফুটবলার আফিদা খাতুন। ভিডিওবার্তায় অবশ্য নিজের ভালো লাগার কথা জানান ঋতুপর্ণা। দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *