জয়ার প্রশ্ন : গাজায় কি গণহত্যা চলতেই থাকবে?
অনলাইন ডেস্ক : গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের ওপর ইসরাইলিদের এমন গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে।
অভিনেত্রী জয়া আহসান ফিলিস্তিনের ওপর ইসরাইলিদের এমন গণহত্যা নিয়ে বিশ্বনেতাদের কাছে প্রশ্ন রেখেছেন সম্প্রতি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে গাজার কিছু ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন জয়া। ক্যাপশনে লিখেছেন, ‘দক্ষিণ গাজায় ইসরাইলি সেনারা ১৫ জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরাইল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।’
বিশ্বনেতাদের কাছে প্রশ্ন রেখে জয়া আরও লিখেছেন, ‘বিশ্ববাসীর প্রতিবাদে ইসরাইল ভ্রুক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।’