গত এক দশক ধরে কানাডায় মানব পাচার বৃদ্ধি পেয়েছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক : গত এক দশকে কানাডায় মানব পাচারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এই মানব পাচারের ঘটনাসমূহের অর্ধেকেরও বেশি পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কোন সুরাহা করতে পারেনি তারা। গত নভেম্বরে প্রকাশিত নতুন এক তথ্যে এ কথা বলা হয়।
এটি বেশ কয়েকটি কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে ঘটনাটি এখনও তদন্তাধীন, অগ্রগতির জন্য পর্যাপ্ত প্রমাণ না থাকা এবং কোনও অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করতে না পারা। স্ট্যাটিস্টিকস কানাডা তার প্রতিবেদনে লিখেছে, ৫৮ শতাংশ মানব পাচারের ঘটনার কোনও সমাধান হয়নি। স্ট্যাটিসটিকস কানাডার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে সিটিভি নিউজ।
কানাডার জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে, পুলিশ-প্রতিবেদিত মানব পাচারের প্রায় ১০টির মধ্যে চারটি (৩৮ শতাংশ) মামলার অভিযোগ গঠন বা সুপারিশ করা হয়েছে।

এছাড়াও, সম্পন্ন হওয়া প্রতি ১০টি মানব পাচার মামলার মধ্যে একটিতে অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে। মাত্র চার শতাংশ মামলায় অভিযুক্তরা খালাস পেয়েছে এবং দুই শতাংশ মামলায় অন্য ধরণের সিদ্ধান্ত এসেছে, যেমন বিচারের জন্য অযোগ্য প্রমাণিত হওয়া বা ফৌজদারিভাবে দায়ী না হওয়া। ২০১২-১৩ সাল থেকে প্রাপ্তবয়স্ক ফৌজদারি আদালতে মানব পাচারের মামলার অধিকাংশ (৮৪ শতাংশ) স্থগিত, প্রত্যাহার, খারিজ বা অব্যাহতি দেওয়া হয়েছে।
মানব পাচার কী?
স্ট্যাটক্যানের মতে মানব পাচার একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন যা কেবল একটি ঘরোয়া সমস্যা নয় বরং আন্তর্জাতিকভাবেও ঘটে। বলপ্রয়োগ, প্রতারণা বা অন্যান্য কৌশল ব্যবহার করে মানব পাচারের ঘটনাগুলো ঘটে থাকে।
স্ট্যাটক্যান আরও যোগ করে যে এই মানব পাচারের শিকার ব্যক্তিরা সাধারণত যৌন শোষণের শিকার হন বা বাধ্যততামূলকভাবে শ্রম বিক্রি করে থাকেন। সংস্থাটি আরো জানিয়েছে, বেশিরভাগ ভুক্তভোগী হলেন মহিলা এবং মেয়েশিশু, অন্যদিকে অভিযুক্তদের বেশিরভাগই পুরুষ এবং ছেলে।
কানাডায় সমস্যাটি কতটা গুরুতর?
স্ট্যাটিস্টিকস কানাডার তথ্যমতে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত পুলিশ-প্রতিবেদিত মানব পাচারের ঘটনা বছরের পর বছর বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে, দেশটিতে পুলিশ কর্তৃক ৪,৫০০ টিরও বেশি মানব পাচারের ঘটনা রিপোর্ট করা হয়েছে।
উল্লেখিত সময়ের মধ্যে পুলিশ-প্রতিবেদিত যাবতীয় অপরাধের মধ্যে মানব পাচারের ঘটনা ছিল মাত্র ০.০২ শতাংশ। আর ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে কানাডায় মানব পাচারের ঘটনা সবচেয়ে বেশী হয়েছে।
কানাডার কোথায় মানব পাচার বেশি হয়? স্ট্যাটক্যানের তথ্য অনুযায়ী, কানাডার নোভা স্কশিয়া এবং অন্টারিওতে ২০১৩ সালের পর থেকে পুলিশ-প্রতিবেদিত মানব পাচারের হার সবচেয়ে বেশি ছিল।
২০২৩ সালে নোভা স্কশিয়ায় প্রতি ১০০,০০০ জনসংখ্যায় ৬.৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যেখানে অন্টারিওতে ২.১টি ঘটনা রেকর্ড করা হয়েছে যা জাতীয় গড়ের (১.৪) চেয়ে বেশি।
মানব পাচারের আংশিক চিত্র : স্ট্যাটক্যান এর মতে সরকারী এই পরিসংখ্যান কানাডায় মানব পাচারের “আংশিক চিত্র” তুলে ধরছে মাত্র। কারণ এই ধরনের অপরাধ গোপনে করা হয় এবং কম রিপোর্ট করা হয়।
মানব পাচারের এই সব ঘটনা সনাক্তকরণ আংশিকভাবে পুলিশের জনবল এবং দক্ষতার উপর নির্ভর করে, সেইসাথে পাচারের শিকার হন যারা তাদের অভিজ্ঞতা এবং রিপোর্ট করার ক্ষমতার উপরও নির্ভর করে।