স্বাস্থ্য বীমার প্রয়োজনীয়তায় পরিবর্তন আনার ফলে সুপার ভিসা প্রাপ্তি আরও সহজ হয়েছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক : কানাডার সুপার ভিসা প্রাপ্তি আরও নমনীয় হয়ে উঠেছে! কারণ আবেদনকারী বাবা-মা এবং দাদা-দাদিরা এখন নন-কানাডিয়ান বীমা কোম্পানির কাছ থেকেও স্বাস্থ্য বীমা কিনতে পারবেন। গত ২৮ জানুয়ারি, ২০২৫ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। খবর কানাডিয়ানইমিগ্রেন্ট.সিএ

পূর্বে, সুপার ভিসা আবেদনকারীরা কেবল কানাডিয়ান সংস্থাগুলি থেকে স্বাস্থ্য বীমা কিনতে পারতেন। এখন, নন-কানাডিয়ান বীমা প্রদানকারীরাও যোগ্য হিসেবে বিবেচিত হবেন যদি তারা:

– দুর্ঘটনা এবং অসুস্থতা বীমা প্রদানের জন্য Office of the Superintendent of Financial Institutions (OSFI) কর্তৃক অনুমোদিত হন।

– OSFI-এর ফেডারেল নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় নাম থাকে।

কানাডার সুপার ভিসা প্রাপ্তি আরও নমনীয় হয়ে উঠেছে! ছবি : সাটারস্টক

কোনও বিদেশি বীমা কোম্পানি দুর্ঘটনা এবং অসুস্থতা বীমা প্রদানের জন্য অনুমোদিত কিনা তা আপনি ঙঝঋও ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। সুপার ভিসার এই পরিবর্তনগুলি সম্পর্কে আরও তথ্য Immigration, Refugees and Citizenship Canada এর ওয়েবসাইটেও পাওয়া যাবে।

সুপার ভিসাধারীদের কানাডায় অবস্থানকালীন সময়ের জন্য একটি বৈধ স্বাস্থ্য বীমা পলিসি থাকা উচিত। কানাডা ত্যাগ করার আগে যদি কভারেজের মেয়াদ শেষ হয়, তাহলে সুপার ভিসাধারীদের তাদের অবস্থানকালীন স্বাস্থ্য বীমা নবায়ন করতে হতে পারে। কানাডায় প্রতিবার প্রবেশের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য বীমা বৈধ থাকতে হবে।

কানাডার সরকারি ওয়েবসাইটে বলা আছে, ‘পরিবারগুলি যখন একসাথে থাকে তখন তারা আরও শক্তিশালী হয় এবং কানাডা অভিবাসন কর্মসূচির মাধ্যমে পরিবারগুলিকে পুনর্মিলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সুপার ভিসা কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের বাবা-মা এবং দাদা-দাদিদের কানাডায় তাদের পরিবারের সাথে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করার সুযোগ দেয়। সুপার ভিসার মাধ্যমে, দর্শনার্থীরা এককালীন পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকতে পারেন, এবং তাদের থাকার সময়কাল আরও দুই বছর বাড়ানোর বিকল্প রয়েছে।

সুপার ভিসার জন্য যোগ্য হতে হলে কানাডায় আবেদনকারীদের এমন একজন আত্মীয় থাকতে হবে যিনি:

-তাদের সন্তান বা নাতি-নাতনি;

-কানাডার নাগরিক, স্থায়ী বাসিন্দা;

-কমপক্ষে ১৮ বছর বয়সী;

-নির্ধারিত ন্যূনতম আয়ের প্রয়োজনীয়তা পূরণ করেন;

-কানাডায় অবস্থানকালে তাদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আবেদনকারীদের অবশ্যই:

– কানাডার বাইরে থেকে আবেদন করতে হবে;

– কানাডায় প্রবেশের অনুমতি থাকতে হবে;

– অভিবাসন সংক্রান্ত মেডিকেল পরীক্ষা দিতে হবে;

– কানাডায় অবস্থানকালে তাদের স্বাস্থ্য বীমা থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *