শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন তার ‘ছেলেও’!

বলিউডের অভিনেত্রী শ্রীদেবী লাখ লাখ ভক্তের মনে জায়গা করে নিয়েছিলেন। বলিউড অভিনেতা থেকে শুর করে অনেক প্রযোজক-পরিচালকও তার প্রেমে হাবুডুবু খেতেন। এদের মধ্যে আছেন মিঠুন, জিতেন্দ্র এবং বনি কাপুর। এমনকি তার প্রেমে পড়েছিলেন তার এক ‘ছেলে’ও! 

না, ঘাবড়াবেন না। এই ‘ছেলে’ তার সত্যিকারের ছেলে নয়। সিনেমার গল্পের ছেলে। আর সেই ছেলে হলেন সিনেমার পর্দাকাপানো অভিনেতা রজনীকান্ত। হ্যা, রজনীকান্ত একটি চলচ্চিত্রে শ্রীদেবীর ছেলের ভূমিকায় অভিনয় করলেও প্রেমে পড়ে গিয়েছিলেন তার। এমনকী বিয়েও করতে চেয়েছিলেন। যদিও সেই অনুভূতির কথা কখনো মুখেও আনেননি দক্ষিণের সুপারস্টার। এই খবর জানায় হিন্দুস্তান টাইমস।

শ্রীদেবী রজনীকান্তের সৎ মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন একটি ছবিতে। ছবি : সংগৃহীত

পরিচালক কে. বালাচন্দ্রনও একটি পুরনো সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানান যে, পর্দায় মা হলেও, রজনীকান্তের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন শ্রীদেবী। আর সেই কারণে, সেটে শ্রীদেবীর খুব যত্নও নিতেন রজনীকান্ত। শুধু তাই নয়, শ্রীদেবী এবং রজনীকান্তের মায়ের সম্পর্কও একে-অপরের সঙ্গে খুব ভালো ছিল।

পরিচালক কে. বালাচন্দ্রন তাঁর সাক্ষাৎকারে আরও দাবি করেন যে, একটা সময় রজনীকান্ত ঠিক করেছিলেন শ্রীদেবীর প্রতি তাঁর প্রেমের অনুভূতির কথা তিনি প্রকাশ করবেন। আর সেই অনুসারে রজনীকান্ত শ্রীদেবীর সঙ্গে দেখাও করতে যান তাঁর বাড়িতে। তবে তিনি শ্রীদেবীর বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে নাকি, তাঁর বাড়ির সব আলো নিভে গিয়েছিল। আর এটিকে ভালো লক্ষণ মনে না করে,বাড়ি ফিরে আসেন রজনীকান্ত। কুসংস্কারের কারণে, তাঁর মনের ভিতরে তৈরি হওয়া প্রেম অসম্পূর্ণই থেকে যায়। এরপর, রজনীকান্ত আর কখনো অভিনেত্রীর সঙ্গে তাঁর অনুভূতি শেয়ার করেননি।

এদিকে যুগান্তরের এক রিপোর্টে বলা হয়, বলিউডের আরেক অভিনেতা জিতেন্দ্রর সঙ্গেও রটে গিয়েছিল শ্রীদেবীর প্রেমের গুঞ্জন। এমনকি শুটিংয়ের সময় তারা একসঙ্গে হোটেলের একই রুমে থাকতেন বলেও শোনা যেত। পরবর্তীতে বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও  শ্রীদেবীর প্রেমের গুঞ্জন বেশ আলোচিত হতে থাকে। বলিউডে তাদের গোপনে বিয়ে করার কথাও প্রচলিত ছিল।

যদিও মিঠুন-শ্রীদেবী সম্পর্কের কথা বারবার গুঞ্জন বলে উড়িয়ে দেন। তবে পরে এক পত্রিকায় তাদের ‘ম্যারেজ সার্টিফিকেট’ প্রকাশিত হলে মিঠুন নাকি সম্পর্কের সত্যতা স্বীকার করতে বাধ্য হন। এমনও শোনা যায়, তারা মাড আইল্যান্ডে প্রায় সাত মাস একসঙ্গে কাটিয়েছিলেন।

অভিনেত্রী সুজাতা মেহতার মতে, মিঠুন ও শ্রীদেবী একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন। কিন্তু মিঠুনের দাম্পত্য জীবনের জটিলতার কারণেই তাদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

পরবর্তীতে বলিউড প্রযোজক বনি কাপুর নিজের স্ত্রী-সন্তানদের ছেড়ে শ্রীদেবীকে বিয়ে করেন। ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *