চুলের যত্নে বলিউড অভিনেত্রী আনুষ্কা যা করেন

অনলাইন ডেস্ক : বড় পর্দায় অনুষ্কা শর্মার আত্মপ্রকাশ ঘটে ২০০৮ সালে ‘রব নে বনা দি জোড়ি’র মাধ্যমে। সেই সময় নাকি তার বয়স ছিল মোটে ১৭ বছর। অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।

অনুষ্কা পরবর্তীকালে ২০১২ সালের শাহরুখ খানের বিপরীতে রোমান্টিক চলচ্চিত্র জব তক হ্যায় জান অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছেন।

প্রশংসা আছে তার চুল নিয়েও। বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার রূপচর্চা ও চুলের যত্ন নিয়ে জানার আগ্রহ অনেকের। সমকাল জানায়, এ অভিনেত্রী নিজের চুলের যত্নের ব্যাপারে খুব সচেতন। শীতকালে তার চুলে যেন খুশকি না হয়, এজন্য তিনি নেন বাড়তি যত্ন। না, বাজারের পণ্য নয়। তিনি মেনে চলেন নিজস্ব হেয়ার কেয়ার হ্যাকস।

অনুষ্কা শর্মা মাথায় বিশেষ এক ধরনের তেল মাখেন, যা খুশকির সমস্যা থেকে রেহাই দেয়। পাশাপাশি মাথার তালুতে চুলকানির সমস্যাও দূর করে।

নারকেল তেলের পাশাপাশি তিলের তেলও মাথায় মাখেন অনুষ্কা। তিলের তেল মাথার তালুতে র্যাপশ, চুলকানিসহ যেকোনো সমস্যা দূর করতে পারে। কেননা এ তেলে রয়েছে ভিটামিন বি, ই, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, যা চুলের গোড়া মজবুত করে। তিলের তেলে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা অকালে চুল পাকার সমস্যাও দূর করে। তিলের তেলের সঙ্গে আরও কিছু উপাদান মিশিয়ে আনুষ্কা নিজেই বানান এমন একটি তেল যা খুশকির সমস্যা চিরতরে নির্মূল করে।

শীতে যাদের মাথার ত্বকে চুলকানি হয়, খুশকি হয়, তারা আনুষ্কা শর্মার এই হ্যাকস বানিয়ে নিতে পারেন। এরপর নিয়ম মেনে তা ব্যবহার করতে পারেন।

কীভাবে বানাবেন?

উপকরণ : এক কাপ নারকেল তেল, এক কাপ তিলের তেল, কয়েকটি তাজা নিম পাতা,  ছোট ছোট টুকরো করে নেওয়া আমলকী, এক চা চামচ মেথি, আধা কাপ গোলাপের পাপড়ি।

প্রণালী : একটি প্যানে সব উপকরণ মিশিয়ে অল্প আঁচে চুলায় বসিয়ে ফুটতে দিন। ধীরে ধীরে মিশ্রণটি নাড়তে হবে, যেন পাত্রের নিচে লেগে না যায়। গ্যাসের আঁচ একদম কম রাখতে হবে। ভালো করে ফুটলে যখন মিশ্রণটি খয়েরি রঙের হবে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা হতে দিন। তারপর একটি বায়ুনিরোধক পাত্রে তেলটি ঢেলে রাখুন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই খুশকির সমস্যা দূর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *