এবার রাজনীতিতেও যোগ দেওয়ার কথা ভাবছেন ওয়ার্নার

অনলাইন ডেস্ক : ডেভিড ওয়ার্নার নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্যাডিংটনে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার। বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তার সুনাম রয়েছে। এছাড়াও দলের প্রয়োজনে উইকেট-রক্ষণেও ভূমিকা রাখেন। আবার ক্রিকেটারের পাশাপাশি তিনি একজন অভিনেতাও। সরাসরি নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। ওয়ার্নার অভিনীত ভারতীয় একটি সিনেমা মুক্তি পেয়েছে ২৮ মার্চ। এনটিভি ’র এক রিপোর্টে বলা হয়, ক্রিকেট ও অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়ার্নার। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সোমবার (১৭ মার্চ) একটি পোস্ট করেন এই তারকা। সেখানে তিনি লেখেন- ‘আমার মনে হয় রাজনীতিতে আসা প্রয়োজন এবং সংসদ সদস্য হওয়া উচিত। আপনাদের ভাবনা কী?’
অস্ট্রেলিয়ার হয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মাঠে নেমেছেন ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুবাদে দক্ষিণ ভারতে বেশ জনপ্রিয় ওয়ার্নার। মুক্তি পাওয়া সিনেমাটিও দক্ষিণ ভারতেরই।
সেই সুবাদে ওয়ার্নারের টুইটের মন্তব্যে অনেক ভারতীয়ই মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, ভারত না অস্ট্রেলিয়ার হয়ে রাজনীতি করতে চান ওয়ার্নার? আরেকজন প্রশ্ন ছুঁড়েছেন অন্য ভক্তদের উদ্দেশে। তিনি লেখেন, ওয়ার্নার যদি হায়দরাবাদ থেকে লোকসভা নির্বাচনে অংশ নেয়, তাহলে কি সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন?