অন্টারিওতে ন্যূনতম মজুরি আবারও বৃদ্ধি পাচ্ছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক: অন্টারিওতে ন্যূনতম মজুরি বৃদ্ধি পাচ্ছে আরেক দফা। তবে এর জন্য অপেক্ষা করতে হবে আগামী অক্টোবর পর্যন্ত। অক্টোবর এর ১ তারিখ থেকে অন্টারিও’র ন্যূনতম মজুরি ঘন্টায় ১৭.৬০ ডলারে উন্নীত হবে। বর্তমানে ন্যূনতম মজুরির পরিমান ঘন্টায় ১৭.২০ ডলার। খবর দি কানাডিয়ান প্রেস এর।

আগামী অক্টোবর এর ১ তারিখ থেকে অন্টারিতে ন্যূনতম মজুরি ঘন্টায় ১৭.৬০ ডলারে উন্নীত হবে। ছবি: প্রবাসী কণ্ঠ

সরকার বলছে, নতুন মজুরি কার্যকর হওয়ার পর কানাডার অন্যান্য প্রভিন্সের তুলনায় এটি হবে দ্বিতীয় সর্বোচ্চ মজুরির হার।

তবে অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্ক বলেছে যে গ্রেটার টরন্টো এরিয়ায় প্রতি ঘন্টায় ২৬ ডলার হল জীবিকা নির্বাহের মজুরি।

উল্লেখ্য যে এর আগে গত বছর ১ অক্টোবরে অন্টারিও’ ন্যূনতম মজুরি ১৬.৫৫ থেকে বেড়ে ১৭.২০ ডলারে দাঁড়িয়েছিল। শতকরা হিসাবে ঐ বৃদ্ধি ছিল প্রায় ৪%। শিক্ষার্থীদের মজুরীও বৃদ্ধি করা হয়েছিল ঘন্টায় ১৫.৬০ ডলার থেকে ১৬.২০ ডলারে।

গত বছর বলা হয়েছিল ন্যূনতম মজুরীতে বা তারও নিচে যারা কাজ করছেন তাদের শতকরা ৩৫ ভাগ নিয়োজত ছিলেন রিটেইল বা খুচরা বিক্রয় কেন্দ্রে। আর শতকরা ২৪ ভাগ নিয়োজিত ছিলেন হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরে।

সেই সময় অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্ক (OLWN) এর যোগাযোগ সমন্বয়কারী ক্রেগ পিকথর্ন নাউটরন্টো.কম কে বলেছিলেন, ‘মজুরী বৃদ্ধি একটি ভাল পদক্ষেপ। কিন্তু সরকার যে পরিমান মজুরী বৃদ্ধি করেছে তা বর্তমান জীবনযাত্রায় যে পরিমান ব্যয় হয় তার তুলনায় মোটেও যথেষ্ট নয়। বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রার মান বজায় রাখতে হলে একজন কর্মজীবী মানুষের মজুরী হওয়া উচিৎ ঘন্টায় ন্যূনতম ২৫.০৫ ডলার। এটি একটি মডেস্ট বা পরিমিত হিসাব। এই হিসাবের মধ্যে ঋণ, শিক্ষা, বাড়ির মালিক হওয়ার জন্য সেভিংস ইত্যাদি ধরা হয়নি।’ ক্রেগ আরো বলেছিলেন, ‘টরন্টোতে সন্মানজকভাবে সংসার চালানোর জন্য ন্যূনতম মজুরীর একটি ফুলটাইম কাজ যথেষ্ট নয়। একাধিক কাজ থাকতে হবে একজন কর্মজীবী ব্যক্তির।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *