টরন্টোতে বাংলাদেশীদের জন্য বড় মাপের একটি কমিউনিটি সেন্টার গড়ে তোলার আহ্বান জানালেন আবু জুবায়ের দারা

আগস্টে নায়েগ্রা ফলস এ অনুষ্ঠিতব্য ফোবানাতে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি সবার প্রতি

প্রবাসী কণ্ঠ, ১৫ মার্চ, ২০২৫ : ফোবানা-সহ ( ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা, ফেবানা ) প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মকান্ডে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ব্যক্তি আবু জুবায়ের দারা  টরন্টোতে বাংলাদেশীদের জন্য বড় মাপের একটি কমিউনিটি সেন্টার গড়ে তোলার আহ্বান জানান । ড্যানফোর্থে ‘বাংলাদেশ সোসাইটি, এসসি’ এর কার্যালে বিভিন্ন বাংলাদেশী মিডিয়ার সম্পাদক ও প্রকাশকদের ‍উপস্থিতিতে সম্প্রতি তিনি এই আহ্বান জানান। জনাব দারা এই সোসাইটির প্রতিষ্ঠাতা । বর্তমানে তিনি এর প্রধান উপদেষ্টা। 

(বাঁ থেকে) বাংলাদেশ সোসাইটি এসসি এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সভাপতি খোকন রহমান ও সোসাইটির প্রতিষ্ঠাতা আবু জুবায়ের দারা

তিনি বলেন, আমরা প্রবাসী সাংবাদিক ভাইদের মাধ্যমে এখানে বাংলাদেশীদের জন্য নিজস্ব একটি বড় আকারের কমিউনিটি সেন্টার গড়ে তুলতে চাই। এবং এটি সম্পূর্ণভাবে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে হতে হবে। আমরা চাই আপনারা সাংবাদিক ভাইরা এর নেতৃত্ব দেন। আমরা ‘বাংলাদেশ সোসাইটি, এসসি’ পিছনে থেকে সহযোগিতা করবো এই কমিউনিটি সেন্টার গড়ে তোলার জন্য।

জনাব দারা আরো বলেন, যে সকল বাংলাদেশী ভাই-বোনেরা কানাডার মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা তাদেরকে সোসাইটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। কারণ আমরা মনে করি মূলধারার রাজনীতিতে যত বেশী বাংলাদেশী প্রতিনিধি বাড়বে ততবেশী আমাদের সম্মান বাড়বে।

তিনি আরো বলেন, কমিউনিটিতে আমাদের পারস্পরিক হৃদ্যতাটা এখন আগের চেয়ে অনেক ভাল। আমরা এখন আগের তুলনায় একে অন্যের প্রতি খুব বেশী বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। কাদা ছোড়াছুড়ির পরিমাণ অনেক কমে গেছে। এ জন্য কমিউনিটিতে আগের তুলনায় বিভিন্ন  অনুষ্ঠানও বেশী হচ্ছে। এবারের একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানও সার্বজনীনভাবে করা হয়েছে। এটা একটা মাইল ফলক।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে যেই দলই করুন না কেন, বাংলাদেশের জাতীয় উৎসবগুলো যাতে আমরা সবাই মিলে একত্রে করতে পারি সেই চেষ্টা আমাদের থাকতে হবে।

জনাব দারা আরো জানান, এবারের ৩৯তম ফোবানা হবে নায়েগ্রা ফলস এ এবং আমাদের ফোবানার স্টিয়ারিং কমিটির মাধ্যমে। কারণ দেখা গেছে কোন হোস্ট কমিটিকে দায়িত্ব দিলে তারা সবসময় ঠিকমত সব করতে পারে না। এবার দেশ থেকে শিল্পী আনা, শেরাটন হোটেল বুক করা এবং কি কি অনুষ্ঠান হবে এর প্রতিটা কাজের সঙ্গে আমি জড়িত আছি। নায়েগ্রা ফলস এ ৩৯তম ফোবানা অনুষ্ঠিত হবে আগামী আগস্ট মাসের ২৯, ৩০ এবং ৩১ তারিখে। সবার প্রতি তিনি আহ্বান জানান এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।

জনান দারা বলেন, ৪০তম ফোবানা হবে টরন্টোতে। এটা ২০২৬ সালের আগস্টে অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করবো ঐ একই সময় যেন অন্য কোন সংগঠন কোন অনুষ্ঠান করার চেষ্টা না করেন  এবং কোন রকম বাধা দেওয়ার চেষ্টা না করেন। চল্লিশতম ফোবানা আমরা সকল বাংলাদেশী ভাই-বোনের জন্য করবো। এখানে আওয়ামী লীগ, বিএনপি বা জামাত কারো কোন প্রাধান্য থাকবে না। এটা হচ্ছে এমন একটি প্লাটফরম যেখানে সবার অধিকার সমান ।

আমার দৃঢ় বিশ্বাস, চল্লিশতম ফোবানা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ আমার এতদিনের অভিজ্ঞতা আমি এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *