রোহিতের নতুন রেকর্ডের ধারেকাছে নেই কোনও ভারতীয় তারকা

অনলাইন ডেস্ক : ২০২৩ সালে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার অধিনায়কের দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে ভারত গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এর আগে দুটি এশিয়া কাপ ট্রফি জিতেছে। রয়েছে আইপিএলেও তার দুর্দান্ত রেকর্ড। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনি দলকে পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন।
এবার কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে মেচে ৭টি ছক্কায় বিধ্বংসী শতরান করেন রোহিত শর্মা।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের একদিনের অন্তর্জাতিক কেরিয়ার ঝকঝকে সন্দেহ নেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওয়ান ডে রেকর্ডও সমীহ আদায় করে নেয় ক্রিকেটপ্রেমীদের। তবে বিশেষ একটি ক্ষেত্রে রোহিত শর্মার কৃতিত্বের সামনে সচিন-সৌরভকেও ফিকে দেখায়। কোনও ভারতীয় ক্রিকেটারই এই নিরিখে রোহিত শর্মার ধারে-কাছে নেই। এই রেকর্ডে চোখ রাখলেই বোঝা যায় যে, রোহিতকে কেন হিটম্যান বলা হয়। এই মন্তব্য করে হিন্দুস্তানটাইমস। পত্রিকাটি আরো জানায়, আসলে ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা হাঁকানোর নিরিখে সচিন-সৌরভের থেকে বিস্তর ফারাক তৈরি করে নিয়েছেন রোহিত শর্মা। কটকের বিধ্বংসী শতরানের পরে রোহিতের ৫টি বা তারও বেশি ছক্কার সাহায্যে গড়া ওয়ান ডে ইনিংসের সংখ্যা দাঁড়ায় ২০টি। অর্থাৎ, এই নিয়ে মোট ২০ বার এক ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। ভারতীয়দের মধ্যে এই নিরিখে সবার আগে রয়েছেন রোহিত শর্মা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি মোট ৮ বার ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা হাঁকিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মোট ৭ বার একটি ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছয় মেরেছেন। বিরাট কোহলি এই নিরিখে আরও পিছনে রয়েছেন। কোহলি মোট ৪ বার ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছয় মেরেছেন।