যে বিতর্কের শেষ নেই
ফুটবলে সর্বকালের সেরা কে?
অনলাইন ডেস্ক : ফুটবলে সর্বকালের সেরা কে এই বিতর্কের যেন শেষ নেই। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা তিন বিশ্বকাপ জেতা পেলেকে এগিয়ে রাখেন অনেকেই। তালিকায় আছেন দিয়াগো ম্যারাডোনা, ফ্রান্সের জিনেদিন জিদান, ব্রাজিলের রোনালদো নারারিওর মতো কিংবদন্তিরাও। কিন্তু এবার সর্বকালের সেরার প্রশ্নে নিজেকেই এগিয়ে রাখলেন রোনালদো। খবর এনটিভি’র।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানান, ‘একদম মন থেকে বলছি, আমি আমার থেকে ভালো কাউকে দেখিনি ফুটবলে। আপনি মেসি, পেলে কিংবা ম্যারাডোনাকে এগিয়ে রাখতে পারেন, আমি সেটাকে সম্মান করি। তবে, পরিসংখ্যান মিথ্যা বলে না। তাই আমার মনে হয় না বড়াই করার দরকার আছে। তবে এটা মেনে নেওয়ার মধ্যে লজ্জা নেই, যে ফুটবলে ইতিহাসের সেরা গোল স্কোরার আমি’

মেসির থেকে তিন বছরের বড় রোনালদো। বর্ণিল ক্যারিয়ারে তিনি মেসির চেয়ে ফুটবল ম্যাচও বেশি খেলেছেন। অলিম্পিক ও পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলা ম্যাচ বাদ দিলেও সিআরসেভেন ক্লাব এবং দেশের হয়ে ১২০০টির বেশি ম্যাচে খেলেছেন। বিপরীতে আর্জেন্টাইন অধিনায়ক মেসি খেলেছেন এক হাজারের বেশি ম্যাচ।
দলীয় অর্জনের হিসেব এলেও রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। এলএমটেন তার ক্যারিয়ারে ৪১টি মেজর ট্রফি জিতেছেন। সবমিলিয়ে তার ট্রফির সংখ্যা ৪৫টি। অন্যদিকে, রোনালদোর ক্যাবিনেটেও ট্রফি কম নেই। তবে মেসির চেয়ে তা কিছুটা কমই। সিআর সেভেন দলের হয়ে ৩৪টি ট্রফি জিতেছেন। যেখানে মেসির চেয়ে তার চ্যাম্পিয়নস ট্রফি একটি বেশি রয়েছে। দেশের জার্সিতে রোনালদো জিতেছেন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং উয়েফা নেশন্স লিগ।
এদিকে আরটিভি জানায়, মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মনে করেন ডি মারিয়া। এ ছাড়াও রোনালদোর জন্ম ভুল সময়ে হয়েছে বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
সম্প্রতি ইনফোবায়ের ‘মি সিলেসিয়ন’ সিরিজে ডি মারিয়া বলেন, ‘আমার চোখে মেসিই বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা। সেটা কোনো দ্বিধা ছাড়াই।’ তবে রোনালদো নিজেকে ইতিহাসের সেরা দাবি করায় মোটেও অবাক হচ্ছেন না তিনি।
ডি মারিয়ার ভাষ্য, আমি অবাক হইনি। তার সঙ্গে চার বছর খেলেছি। সেসব সময় এমনই বলে থাকে। সব সময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য। কিন্তু রোনালদো ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছে। সময়টা ওর পক্ষে নয়। কারণ, একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া একজন।
তিনি আরও বলেন, সংখ্যাই সত্যিটা বলে দেয়। একজনের ব্যালন ডি’অর ৮টি, আরেকজনের ৫টি। এখানে অনেক বড় ব্যবধান। একজন বিশ্ব চ্যাম্পিয়ন, আরেকজনের নেই। এখানেও বড় ব্যবধান। একজনের দুইটা কোপা আমেরিকা ট্রফি আছে। এ রকম আরও অনেক পার্থক্য আছে, অনেক।
মেসি-রোনালদো দুজনেই সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে ডি মারিয়ার। ফলে দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন তিনি। মেসির সঙ্গে লম্বা সময় জাতীয় দলের হয়ে খেলেছেন। আর রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে খেলেছেন চার বছর।