ভালবাসার জন্য পর্যাপ্ত সম্মান আর বিশ্বাস দরকার : প্রভা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় এবং একই সঙ্গে আলোচিত-সমালোচিত লাস্যময়ী অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। দুই দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, অসাধারণ কিছু বিজ্ঞাপনেও নজর কেড়েছেন। তবে মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। জনকণ্ঠ জানায়, কিছুদিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে।
প্রকৃত ভালোবাসার জন্য দুটি জিনিস বেশি প্রয়োজন বলে মনে করেন প্রভা। প্রভা বলেন, ‘ভালোবাসার সজ্ঞায়ন করা খুব কঠিন। এটা অনুভবের বিষয়। মুখে বলে বোঝানোর বিষয় নয়। তবে আমার জায়গা থেকে বলব, যাকে আমি ভালোবাসবো তাদের জন্য দুইটি বিষয় থাকতে হবে। প্রথমত, পর্যাপ্ত সম্মান। দ্বিতীয়তটা হল বিশ্বাস।’