দক্ষিণী সিনেমার সবচেয়ে ধনী অভিনেতা কে?
অনলাইন ডেস্ক : বলিউডে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমীর খান, সালমান খানসহ আরো কয়েকজন দাপিয়ে বেড়িয়েছেন সুদীর্ঘ সময় ধরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের চলচ্চিত্র অঙ্গণ দাপিয়ে বেড়াচ্ছেন দক্ষিণ ভারতের তারকারাও।
রজনীকান্ত, কমল হাসান, থালাপতি বিজয়, প্রভাসসহ অন্যান্য দক্ষিণ ভারতীয় তারকারা কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন। শুধু তাই নয়, ধনীর তালিকায়ও নাম উঠে গেছে তাদের।
দক্ষিণী সিনেমার সবচেয়ে ধনী অভিনেতা কে?
মানিকন্ট্রোলের এক প্রতিবেদনের বরাত দিয়ে ডেইলি স্টার জানায়, নাগার্জুনা আক্কিনেনি ওরফে নাগার্জুনা দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। তিনি আঞ্চলিক দক্ষিণী সিনেমার অন্যতম বড় তারকা। ডন অভিনেতা নাগার্জুনার মোট সম্পত্তির পরিমাণ ৪১০ মিলিয়ন ডলার (প্রায় তিন হাজার ৫৭২ কোটি রুপি)। তার এই সম্পদ বলিউড আইকন শাহরুখ ও জুহি চাওলার চেয়েও বেশি।

শীর্ষে নাগার্জুনা
অমিতাভ বচ্চন (তিন হাজার ২০০ কোটি), হৃতিক রোশন (তিন হাজান ১০০ কোটি), সালমান খান (দুই হাজার ৯০০ কোটি), অক্ষয় কুমার (দুই হাজার ৭০০ কোটি) এমনকি আমির খানের (এক হাজার ৯০০ কোটি) চেয়েও বেশি নাগার্জুনা।
নাগার্জুনার পরে সবচেয়ে ধনী দক্ষিণ ভারতীয় সুপারস্টার চিরঞ্জীবী, তার মোট সম্পদের মূল্য এক হাজার ৬৫০ কোটি রুপি বলে জানা গেছে। রাম চরণের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার ৩৭০ কোটি রুপি, কমল হাসানের মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি রুপি, রজনীকান্তের মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি রুপি, জুনিয়র এনটিআরের মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি রুপি এবং প্রভাসের মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি রুপি।
নাগার্জুন দক্ষিণী সিনেমায় তার কাজের জন্য জনপ্রিয় শিবা, ক্রিমিনাল ও খুদা গাওয়াহসহ বেশি কিছু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মূলত মেরি জং: ওয়ান ম্যান আর্মি সিনেমাতে অভিনয়ের পর বড় তারকা হয়ে ওঠেন। তাকে সর্বশেষ রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র সিনেমাতে দেখা গিয়েছিল।