অন্য থিয়েটার টরন্টোর ” তিন কন্যার উপ্যাখান” নাটকের ২৬ তম মঞ্চায়ন 

অন্যথিয়েটার টরন্টোর “তিন কন্যার উপ্যাখান” নাটকের ২৬ তম সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে। থিয়েটার ফোকস ও পেস এর আয়োজনে বাংলাদেশ হেরিটেজ মান্থ উপলক্ষ্যে স্থানীয় ফেয়ারভিউ লাইব্রেরী থিয়েটারে শনিবার ও রবিবার দুদিন ব্যাপী অনুষ্ঠানমালায় শেষ দিনে অন্যথিয়েটার টরন্টো তাদের নাটক পরিবেশন করে। আহমেদ হোসেন এর নির্দেশনায় ফারিহা রহমান, ফ্লোরা সূচি ও মুনিমা শারমিন তিন কন্যার ভূমিকায় অভিনয় করেন। প্রবাসে থাকা নারীদের সংগ্রামী জীবনের গল্পই তিন কন্যার উপ্যাখান। শামীম আহসান, বিদ্যুৎ সরকার ও আহমেদ হোসেনের গল্পে জমে উঠে তিন কন্যার গল্প।

দর্শকরা জানান, নাটকের গল্পটা নিজেদেরই গল্প। প্রবাসের নানা চড়াই উৎরাই পেরিয়ে জীবন সংগ্রামে টিকে থাকার গল্প এটি। অভিনেত্রীরা তাদের চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছেন যথাযথভাবে। দর্শকগন এমন মতামত দেন যে এত সুন্দর নাট্যপ্রযোজনার বিজ্ঞাপন আরো বড় করে করা দরকার। তাহলে সকল কমিউনিটির সকল স্তরের মানুষ এটি জানতে পারবে এবং উপভোগ করতে পারবে। আয়োজকরা জানান, এমন আয়োজন তারা সারা বছরই করতে চান এবং দর্শকদের সহযোগিতা আশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *