“বলতে এলাম ভালবাসি”

আবৃত্তি সংগঠন অন্যস্বর টরন্টো এবং অন্যথিয়েটার টরন্টো এর আয়োজনে ভালোবাসা দিবস, এবং প্রয়াত কবি হেলাল হাফিজ স্মরণে গত ৯ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছিল  “বলতে এলাম ভালবাসি” শিরোনামের এক মনোজ্ঞ অনুষ্ঠানের। অঝোর ধারায় তুষারপাত এবং হাড় কাপানো শীতের মধ্যেও গতকাল ড্যানফোর্থের বাংলা টাউনে অবস্থিত বাংলাদেশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনেক দর্শক-শ্রোতা। সন্ধ্যা সাড়ে সাতটার আগেই হলভর্তি মানুষ। শুনতে এসেছেন সবাই ভালোবাসার কথা।

ঠিক সাড়ে সাতটায় ফারিহা রহমানের ও মুনিমা শারমিনের পরিকল্পায়, গ্রন্থনায় মঞ্চে জ্বলে উঠে আলো। ফারিহা শুরু করেন, ভালোবাসার কথা। আর তখনই সুরে সুরে গেয়ে উঠেন শিরিন চৌধুরী আর মেহজাবিন বিনতে ওসমান। আর এরপরে কবির ভাষা কণ্ঠে এনে বলেন ভালোবাসার কথা ফারিয়া শারমিন সেহেলী আর ইশতিয়াক মাহমুদ। একে একে এবার মঞ্চে আবৃত্তি করেন রওশন জাহান উর্মি, কাজি বাসিত, মুনিমা শারমিন, জনি গোমজ, ফারজানা হক বেবি, জুলিয়া নাসরিন। সকলেই একে একে বলে যান ভালোবাসার কথা, প্রেমের কথা। আর মাঝখানে অতিথি হিসেবে হাজির হন সফল দম্পতি উল্লাস ও বিপাশা। দর্শকের শোনান তাদের নিজেদের জীবনের প্রেমর গল্প। দু’মেরুর দুই মানুষ, কি করে এক হলেন। সেই গল্প।

অনুষ্ঠানের শেষ ভাগে রম্য শ্রুতি নাটক নিয়ে হাজির হন মুনিমা শারমিন আর মাসুদ পারভেজ। বিয়ে নিয়ে নানান নাটকীয়তার মজা দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

সংগঠনের প্রধান সংগঠক আহমেদ হোসেন উপস্থিত দর্শকসহ সাউন্ড ম্যনেজমেন্টের জন্য মামুনর রশিদ, আবহ সঙ্গীতের জন্য রুপতনু শর্মা আর মঞ্চটাকে সুন্দর করে সাজিয়ে দেবার জন্য বদরুদ্দোজা সিদ্দিক এবং পৃষ্ঠপোষক বাবলু চৌধুরী , আজফার সাঈদ, প্রণবেশ পোদ্দার টিম এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। – সংবাদ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *