২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন নেইমার

অনলাইন ডেস্ক : নেইমার একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি সৌদি ক্লাব আল হিলাল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। আরটিভি জানায়, গত বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছিলেন তিনি। এরপর ৩৬৯ দিন পর মাঠে ফিরলেও দুই ম্যাচও খেলতে পারেননি। পুরোপুরি মাঠে ফিরতে আরও সময়ে লাগবে বলে জানিয়েছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

মূলত, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই তারকা ফুটবলারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তারা। এবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার জানিয়েছেন নেইমার। সম্প্রতি ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে নামা এবং দেশকে বিশ্বসেরার আসনে পৌঁছে দেওয়া।

নেইমার বলেন, বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।

নেইমার ইতোমধ্যে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। তবে তার বিশ্বকাপ যাত্রা চ্যালেঞ্জে পরিপূর্ণ। ২০১৪ সালে পিঠের চোটের কারণে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি এবং সেই ম্যাচে ব্রাজিল ১-৭ গোলের লজ্জাজনক পরাজয়ের শিকার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *