অভিবাসন নিয়ে উদ্বিগ্ন কানাডিয়ানরা

৪০ শতাংশেরও বেশি বলছেন ‘নবাগতদের অধিকারের প্রতি খুব বেশি মনোযোগ দেওয়া হয়েছে’

প্রবাসী কণ্ঠ ডেস্ক :  কানাডিয়ানরা অভিবাসন এবং দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টিতে এর ভূমিকা সম্পর্কে ক্রমবর্ধমান অস্বস্তি বোধ করছেন। গত মাসে প্রকাশিত কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটস এর এক জরিপ থেকে এই তথ্য জানা যায়। খবর ডেভিড থারটন/সিবিসি নিউজ এর।

জরিপে আরো দেখা গেছে, কানাডিয়ানরা বিশ্বাস করেন নবাগত এবং উদ্বাস্তুদের বিষয়ে খুব বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। তারা আরো বিশ্বাস করেন, আশ্রয়প্রার্থীরা খুব বেশি সুবিধা পান।

জরিপ ফলাফলটি প্রকাশ পেল এমন এক সময় যখন কানাডার ফেডারেল সরকার অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যহারে কমানোর পরিকল্পনা নিয়েছে। আর এই কারণে নতুন অভিবাসন পরিকল্পনাও ঘোষণা করেছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছর পার্মানেন্ট রেসিডেন্ট গ্রহণ করা হবে ৩৯৫,০০০ জন। ২০২৬ সালে এই সংখ্যা দাঁড়াবে ৩৮০,০০০ জনে এবং ২০২৭ সালে ৩৬৫,০০০ জনে। গত ২৪ অক্টোবর নতুন এই ঘোষণা দেয়া হয়।

কানাডিয়ানরা বিশ্বাস করেন নবাগত এবং উদ্বাস্তুদের বিষয়ে খুব বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। ছবি : এমা ডেভি/সিবিসি

উল্লেখ্য যে, ২০২২ সালের নভেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল ২০২৫ এবং ২০২৬ এই উভয় বছরেই পাঁচ লাখ করে পার্মানেন্ট রেসিডেন্ট গ্রহণ করা হবে কানাডায়। সেই সময়ের অভিবাসন মন্ত্রী সিন ফ্রেসার নতুন লক্ষ্যমাত্রা প্রকাশ করে বলেছিলেন, কানাডার অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ জরুরি।

দি কানাডিয়ান প্রেস এর খবরে তখন বলা হয়েছিল, কানাডার শিল্পখাত গুরুতর শ্রমিক সঙ্কটে রয়েছে। সারা দেশে প্রায় ১০ লাখ চাকরির পদ শূন্য। মন্ত্রীর নতুন পরিকল্পনায় এমন অভিবাসীর সংখ্যা বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছিল যারা তাদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী তিন বছরে এদেশে আসবেন।

কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটস এর জরিপটি পরিচালনা করা হয় আড়াই হাজার কানাডিয়ানের উপর। সময়কাল ছিল ২০২৩ ও ২০২৪ সাল। চলতি সালে যাদের মতামত নেওয়া হয় তাদের সংখ্যাগরিষ্ঠ লোক (৫৬%) বলেছেন কানাডায় শরণার্থী ও আশ্রয়প্রার্থীরা ‘অনেক বেশি সুবিধা পান’। এই একই কথা ২০২৩ সালে বলেছিলেন ৪৯% কানাডিয়ান। জরিপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় এটি একটি ‘উল্লেখযোগ্য বৃদ্ধি’।

অভিবাসীরা কানাডার জন্য সুফল বয়ে আনে এই ধারণার প্রতিও কানাডিয়ানদের বিশ্বাস ‘উল্লেখযোগ্যভাবে হ্রাস’ পেয়েছে। ২০২৩ সালে ৫২% কানাডিয়ান মনে করতেন অভিবাসীরা কানাডার জন্য ভাল ফল বয়ে আনে। আর চলতি সালে এদের সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৪৪% এ।

২০২৪ সালের জরিপে দেখা গেছে ৪১% কানাডিয়ান বিশ্বাস করেন ‘নতুনদের অধিকারের উপর খুব বেশি মনোযোগ দেওয়া হয়েছে।’

কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটস এর প্রধান নির্বাহী ঈশা খান সিবিসি নিউজকে বলেন, কানাডায় অভিবাসন সম্পর্কে ‘ধারণা’ পরিবর্তিত হচ্ছে এবং বিষয়টি নিয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, ‘আমাদের বুঝতে হবে যে কানাডিয়ানদের এই উপলব্ধিগুলো কোথা থেকে আসছে এবং কীভাবে এগুলো আমাদের সমিষ্টিগত কাজকে প্রভাবিত করছে।’

‘মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক’ এর একজন মুখপাত্র সাঈদ হোসেন সিবিসি নিউজকে বলেন, গত কয়েক মাস ধরে অভিবাসন সম্পর্কে লিবারেল রাজনীতিবিদদের মন্তব্য অভিবাসীদের সম্পর্কে নিতিবাচক অনুভূতি বৃদ্ধিতে অবদান রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *