পার্মানেন্ট রেসিডেন্সী স্পন্সরশীপ প্রোগ্রামের মাধ্যমে কানাডায় স্থায়ীভাবে মা-বাবা, দাদা-দাদী, নানা-নানীকে আনার সুবিধা আপাতত স্থগিত

প্যারেন্ট এ্যান্ড গ্রান্ডপ্যারেন্ট পার্মানেন্ট রেসিডেন্সী স্পন্সরশীপ প্রোগ্রামের মাধ্যমে কানাডায় স্থায়ীভাবে মা-বাবা, দাদা-দাদী, নানা-নানীকে আনার সুবিধা আপাতত স্থগিত করেছে সরকার। ছবি: (ইন্ডিয়া পিকচার/সাটারস্টক)

প্রবাসী কণ্ঠ ডেস্ক, জানুয়ারী ৩, ২০২৫ : প্যারেন্ট এ্যান্ড গ্রান্ডপ্যারেন্ট পার্মানেন্ট রেসিডেন্সী স্পন্সরশীপ প্রোগ্রামের মাধ্যমে কানাডায় স্থায়ীভাবে মা-বাবা, দাদা-দাদী, নানা-নানীকে আনার সুবিধা আপাতত স্থগিত করেছে সরকার। ইমিগ্রেশন, রিফিউজি এ্যান্ড সিটিজেনশীপ কানাডা (আইআরসিসি) জানায় নতুন এই সিদ্ধান্তের কারণে ২০২৫ সালে প্যারেন্ট এ্যান্ড গ্রান্ডপ্যারেন্ট পার্মানেন্ট রেসিডেন্সী স্পন্সরশীপ এপ্লিকেশন গ্রহণ করা হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তবে গত বছর যারা মা-বাবা, দাদা-দাদী, নানা-নানীকে কানাডায় স্থায়ীভাবে আনার জন্য পার্মানেন্ট রেসিডেন্সী স্পন্সরশীপ প্রোগ্রামের মাধ্যমে আবেদন করেছিলেন, নতুন বছরে শুধু সেসব আবেদপত্র প্রসেসের কাজ চলবে। খবর দি কানাডিয়ান প্রেস এর।
উল্লেখ্য যে, এত দিন এই প্রোগ্রামের আওতায় অভিবাসীরা চাইলে তাদের মা-বাবা, দাদা-দাদি ও নানা-নানিকে কানাডায় স্থায়ীভাবে নিয়ে আসার জন্য আবেদন করতে পারতেন
তবে পরিবর্তিত পরিস্থিতিও ২০১১ সালে শুরু হওয়া সুপার ভিসা প্রোগ্রামের আওতায় কানাডায় বসবাসকারী অভিবাসীরা তাদের মা-বাবা, দাদা-দাদী, নানা-নানীকে কানাডায় আনতে পারবেন যারা টানা পাঁচ বছর পর্যন্ত এ দেশে থাকতে পারবেন। সুপার ভিসা পরিবারগুলোর পুনর্মিলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাম্প্রতিক সময়ে কানাডায় আবাসন সংকট এবং চিকিৎসা সংকট তীব্র আকার ধারণ করায় লোক সংখ্যা নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয় ফেডারেল সরকার। আর সে কারণেই কানাডায় অভিবাসীদের সংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হয়। বিবিসি নিউজ তাদের এক রিপোর্টে জানায়, সাম্প্রতিক মাসগুলোয়, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে তিনি কানাডায় অনুমোদন দেয়া অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যহারে কমাতে চান। এর কারণ হিসেবে বলা হচ্ছে ,অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সামাজিক সেবা ঠিকমত পাওয়া যাচ্ছে না, জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গিয়েছে এবং আবাসন বা থাকার জায়গার খরচ আকাশ ছুঁয়েছে।
আর এই কারণে সম্প্রতি নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছর পার্মানেন্ট রেসিডেন্ট গ্রহণ করা হবে ৩৯৫,০০০ জন। ২০২৬ সালে এই সংখ্যা দাঁড়াবে ৩৮০,০০০ জনে এবং ২০২৭ সালে ৩৬৫,০০০ জনে। গত বছর ২৪ অক্টোবর নতুন এই ঘোষণা দেয়া হয়। এবার এর সঙ্গে যোগ হলো প্যারেন্ট এ্যান্ড গ্রান্ডপ্যারেন্ট পার্মানেন্ট রেসিডেন্সী স্পন্সরশীপ প্রোগ্রাম অর্থাৎ মা-বাবা, দাদা-দাদী, নানা-নানীকে আনার সুবিধা আপাতত স্থগিতকরণের সিদ্ধান্ত।
উল্লেখ্য যে, ২০২২ সালের নভেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল ২০২৫ এবং ২০২৬ এই উভয় বছরেই পাঁচ লাখ করে পার্মানেন্ট রেসিডেন্ট গ্রহণ করা হবে কানাডায়। সেই সময়ের অভিবাসন মন্ত্রী সিন ফ্রেসার নতুন লক্ষ্যমাত্রা প্রকাশ করে বলেছিলেন, কানাডার অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ জরুরি।
দি কানাডিয়ান প্রেস এর খবরে তখন বলা হয়েছিল, কানাডার শিল্পখাত গুরুতর শ্রমিক সঙ্কটে রয়েছে। সারা দেশে প্রায় ১০ লাখ চাকরির পদ শূন্য। মন্ত্রীর নতুন পরিকল্পনায় এমন অভিবাসীর সংখ্যা বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছিল যারা তাদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী তিন বছরে এদেশে আসবেন।
এই খবর প্রকাশ পেয়েছিল এমন একটা সময়ে যখন আদম শুমারির রিপোর্টে বলা হয়েছিল অভিবাসী ও পারমানেন্ট রেসিডেন্টের সংখ্যা মোট জনসংখ্যার ২৩ শতাংশ- যা সর্বকালের সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *