‘বাংলাদেশ সোসাইটি এসসি’ এর উদ্যোগে টরন্টোতে বিজয় দিবস উদযাপিত

প্রবাসী কণ্ঠ, ১৬ ডিসেম্বর, ২০২৪ : ‘বাংলাদেশ সোসাইটি এসসি’ এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় টরন্টোতে উদযাপিত হয়ে গেল বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস। টরন্টোর হাঙ্গেরিয়ান কালচার সেন্টারের বিশাল মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন এটি বাংলাদেশীদের জন্য। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন এটি।

তবে একই সঙ্গে ১৬ ডিসেম্বরের দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে একাত্তরে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। বর্বর পাক হানাদার বাহিনীর হাতে সম্ভ্রম হারিয়েছেন অগণিত মা-বোন। কৃতজ্ঞ জাতি তাই বিজয় উৎসবের পাশাপাশি এই দিনে স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করে মহান মু‍ক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় আমাদের দেশ বাংলাদেশ।

এই একই ধারায় কানাডা প্রবাসী বাংলাদেশীরাও প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় উৎসব উদযাপনের পাশাপাশি স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করে মহান মু‍ক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের।

বিজয় দিবস উপলক্ষে টরন্টোসহ কানাডার অন্যান্য অঞ্চলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বাংলাদেশ সোসাইটি এসসি’ও আয়োজন করেছিল এমনই এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত কণ্ঠে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এরপর নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাংলার আবহমান কালের সংস্কৃতিকে। স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করে মহান মু‍ক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি এসসি এর নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সোসাইটির পক্ষ থেকে ‘রোদ টরন্টো’ নামে একটি স্যুভেনিরও প্রকাশ করা হয় এই দিনে। বাংলাদেশ সোসাইটি এসসি’র অনুষ্ঠান উপলক্ষে বার্তা প্রেরণ করেন অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ড্যাগ ফোর্ড, ফেডারেল এমপি নাথানিয়েল এরস্কাইন –স্মিথ, অন্টারিও প্রভিন্সের এমপিপি ডলি বেগম, টরন্টো সিটি কাউন্সিলার ব্র্যাড ব্র্যাডফোর্ড, কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান, কনসাল জেনারেল এমডি ফারুক হোসেন। এছাড়াও বার্তা প্রেরণ করেন বাংলাদেশের এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, টরন্টো প্রবাসী ফ্যামিলি ফিজিশিয়ান এএসএম নুরুল্লাহ তরুণ এবং বাংলাদেশ সোসাইটি এসসি এর প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি আবু জুবায়ের দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *