তবে কি সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ?
অনলাইন ডেস্ক, ৩০ নভেম্বর ২০২৪ : সাকিব আল হাসান। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত বাংলাদেশের একজন ক্রিকেটার।
কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটকে বিদায়ে ছোট শর্তও জুড়ে দিয়েছিলেন। হোম অব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই পাচঁ দিনের ক্রিকেটের অধ্যায়ে ইতি টানার ইচ্ছে ছিল সাকিব আল হাসানের। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতা হয়তো সবসময় পরিপূরক হয় ন
রাজনৈতিক বিতর্কে মিরপুরে খেলা হয়নি টাইগারদের সাবেক এই দলপতির। এবার ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ-ও ফিকে হয়ে গেল দেশসেরা এই অলরাউন্ডারের। খবর ভোরের কাগজ এর।
বিসিবির সঙ্গে আলোচনায় ফলপ্রসূ সমাধান না আসায় লাল-সবুজের জার্সিতে আর না-ও দেখা যেতে পারে তাকে।
নানান নাটকীয়তার পর প্রোটিয়াদের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে থাকলেও শেষমেশ দেশে এসে মাঠে নামা হয়নি সাকিবের। ভোরের কাগজ জানায়, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলেও নেই তিনি। তাই স্বাভাবিকভাবেই গুঞ্জন ছিল, ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কি না। এসবের মাঝেই সাকিব ও তার স্ত্রী শিশিরের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেয় বাংলাদেশ ব্যাংক।
ফলে, এই অলরাউন্ডারের ভবিষ্যৎ ক্যারিয়ার কী হবে, তা নিয়ে নানান শঙ্কা রয়েছে। এরই মাঝে, দেশের একটি জাতীয় দৈনিকের খবর, ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব থাকছেন না। মূলত তার জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়াসহ তিনটি শর্ত জুড়ে দিয়েছিলেন সাকিব। তাহলেই এই সিরিজে খেলতে সম্মত ছিলেন তিনি।