জীবনযাপনকেও আরও ‘স্মার্ট’, করে তুলবে এআই

অনলাইন ডেস্ক : ০৮ নভেম্বর ২০২৪: প্রযুক্তর অগ্রগতি এগিয়ে চলছে দ্রুত। আর তারই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আজকের জীবনযাত্রায়। আমরা দেখছি যে কাজ করতে গিয়ে মানুষকে অনেক হিমশিম খেতে হয় সেটি মাত্র কয়েক সেকেন্ডে করে দিতে পারছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। তবে এবার শুধু কাজই নয়, এআই মানুষের মতোই কথা বলবে এবং আচরণ করবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের সিইও মোস্তফা সুলেমান। খবর ভোরের কাগজ এর।
মোস্তফা সুলেমান বলেন, কল্পনা করুন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার স্টাইল, ছন্দ সব রপ্ত করে ফেলেছে। কোন কোন তথ্য আপনার জন্য জরুরি, সোজা কথায় গভীরভাবে ব্যক্তিগত হয়ে ওঠা। আর তা আপনারই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে
তার দাবি, অদূর ভবিষ্যতে কেবল কাজ নয়, মানুষের জীবনযাপনকেও আরও ‘স্মার্ট’, আরও নিখুঁত করে তুলবে এআই। প্রথমবার ভারত সফরে এসে তিনি এসব কথা বলেন। বিশ্ববিখ্যাত সংস্থার এআই ডিভিশনের সিইও তিনি। মাইক্রোসফটের ভারত ও দক্ষিণ এশিয়া বিভাগের সভাপতি পুনীত ছন্দকও ছিলেন সুলেমানের সঙ্গে।
তারা আগামী দিনে কোটি কোটি মানুষের পাশে দাঁড়াতে কী কী পরিকল্পনা করেছেন, সেকথাও তুলে ধরেন। যার মধ্যে অন্যতম ‘কিশানএআই’। এই এআই টুল সরকারকে সাহায্য করবে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছনোর। ‘রিয়েল টাইম’ তথ্য দিয়ে দেশটির কৃষকদের সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *