কানাডার মূলধারার রাজনীতিতে যোগ দিচ্ছেন ডাঃ তরুণ

প্রবাসী কণ্ঠ, ১৭ অক্টোবর, ২০২৪ : ডাঃ এএসএম নূরুল্লাহ তরুণ কানাডার মূলধারার রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন এবং আগামী ফেডারেল নির্বাচনে কনজার্ভেটিভ পার্টির হয়ে স্কারবরো সাউথ ওয়েষ্ট রাইডিং থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল ১৬ অক্টোবর  ‘বাংলাদেশ সোসাইটি এসসি’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। লবঙ্গ রেস্টুরেন্টে আয়োজিত ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরন্টোর বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও  বাংলাদেশী মিডিয়ার সম্পাদক ও প্রকাশকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘বাংলাদেশ সোসাইটি এসসি’র প্রতিষ্ঠাতা দারা আবু জুবায়ের।

‘বাংলাদেশ সোসাইটি এসসি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডাঃ তরুণ

অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ ডাঃ তরুণের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, ডাঃ তরুণ নিশ্চিতভাবেই একজন যোগ্য প্রার্থী। কনজার্ভেটিভ পার্টি থেকে নমিনেশন পাওয়ার ব্যাপারে সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় কেউ কেউ আক্ষেপ করে বলেন, কানাডায় বাংলাদেশী কমিউনিটি থেকে কোন এমপি নেই। অথচ ভারতীয় ও পাকিস্তানী কমিউনিটি থেকে কয়েকজনই আছেন এমপি। এমনকি মন্ত্রীর পদেও আছেন কয়েকজন। তাই এখন সময় এসেছে বাংলাদেশী কমিউনিটি থেকেও কেউ একজন ফেডারেল পার্লামেন্টে যাওয়ার।

সুধীবৃন্দের বক্তব্য শেষ হলে ডাঃ তরুণ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জনগণের সেবায় তিনি আরো বেশী করে আত্মনিয়োগ করতে চান। আর এ জন্য তিনি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত হতে চান। তাই আগামী নির্বাচনের সময় তাকে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্ববান জানান। একই সাথে টরন্টোবাসী বাংলাদেশী-কানাডিয়ানদের প্রতিও তিনি আহ্ববান জানান তারা যেন তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন।  

উল্লেখ্য যে, ডাঃ তরুণ টরন্টোর বাংলাদেশী কমিউনিটিতে একজন সুপরিচিত ফ্যামিলি ফিজিশিয়ান। বাংলাদেশের বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারী পাশ করে তিনি চিকিৎসা পেশায় যোগ দেন। পরবর্তীতে তিনি চলে আসেন কানাডায়। এখানে এসে লাইসেন্স নিয়ে তিনি আবার চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে টরন্টোতে ৬টি ক্লিনিক এর স্বত্বাধিকারী তিনি। সদা হাস্যময়ী ও উদ্যমী ডাঃ তরুণ কানাডায় ‘বাংলাদেশী ফিজিশয়ান এ্যন্ড ডেন্টিস্ট এসোশিয়েশন কানাডা’ এর-ও সভাপতি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *