অন্টারিওতে ন্যূনতম মজুরী আরেক দফা বৃদ্ধি করা হচ্ছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক : অন্টারিও’র কর্মজীবী মানুষের জন্য ন্যূনতম মজুরী আরেক দফা বৃদ্ধি পাচ্ছে অক্টোবর মাসের ১ তারিখ থেকে। এই বৃদ্ধির ফলে বর্তমানের মজুরী ঘন্টায় ১৬.৫৫ থেকে বেড়ে ১৭.২০ ডলারে দাঁড়াবে। শতকরা হিসাবে প্রায় প্রায় ৪% বৃদ্ধি। খবর ‘নাউটরন্টো.কম’ এর।
বর্তমান রেটে যারা সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করছেন তারা নতুন রেটে কাজ শুরু করার পর বছরে ১,৩৫৫ ডলার বাড়তি আয় করতে পারবেন। অথবা মাসে ১১৩ ডলারের মত।
শিক্ষার্থীদের মজুরীও বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় ১৫.৬০ ডলার থেকে ১৬.২০ ডলারে। এই রেট কার্যকরী হবে যাদের বয়স ১৮ বছরের নিচে এবং যারা সপ্তাহে ২৮ ঘন্টা বা তারও কম সময়ের জন্য কাজ করবেন।
অন্টারিও’র শ্রম, অভিবাসন, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রী ডেভিড পিকিনি বলেন, প্রিমিয়ার ড্যাগ ফোর্ডের নেতৃত্বে আমাদের সরকার প্রায় দশ লক্ষ কর্মীকে তাদের পরিবারের জন্য বাড়তি কিছু অর্থ উপার্জন করতে সহায়তা করছে।
বর্তমানে ন্যূনতম মজুরীতে বা তারও নিচে যারা কাজ করছেন তাদের শতকরা ৩৫ ভাগ নিয়োজত আছেন রিটেইল বা খুচরা বিক্রয় কেন্দ্রে। আর শতকরা ২৪ ভাগ নিয়োজিত আছেন হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরে।
অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্ক (OLWN) এর যোগাযোগ সমন্বয়কারী ক্রেগ পিকথর্ন নাউটরন্টো.কম কে বলেন, ‘মজুরী বৃদ্ধি একটি ভাল পদক্ষেপ। কিন্তু সরকার যে পরিমান মজুরী বৃদ্ধি করেছে তা বর্তমান জীবনযাত্রায় যে পরিমান ব্যয় হয় তার তুলনায় মোটেও যথেষ্ট নয়। বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রার মান বজায় রাখতে হলে একজন কর্মজীবী মানুষের মজুরী হওয়া উচিৎ ঘন্টায় ন্যূনতম ২৫.০৫ ডলার। এটি একটি মডেস্ট বা পরিমিত হিসাব। এই হিসাবের মধ্যে ঋণ, শিক্ষা, বাড়ির মালিক হওয়ার জন্য সেভিংস ইত্যাদি ধরা হয়নি।’
ক্রেগ আরো বলেন, ‘টরন্টোতে সন্মানজকভাবে সংসার চালানোর জন্য ন্যূনতম মজুরীর একটি ফুলটাইম কাজ যথেষ্ট নয়। একাধিক কাজ থাকতে হবে একজন কর্মজীবী ব্যক্তির।’
এদিকে কয়েক মাস আগে প্রকাশিত স্ট্যাটিসটিকস কানাডার এক হিসাবে দেখা যায় শুধু অন্টারিওতেই নয়, সার্বিকভাবে এক-চতুর্থাংশ কানাডিয়ান জীবনযাত্রার ন্যূনতম চাহিদা পূরণে (ধারকর্জ না করে চলার মত যথেষ্ট অর্থ আয় করা) হিমশিম খাচ্ছেন। সিটিভি নিউজ এই তথ্য জানায়।
সারাদেশে সমীক্ষায় অংশ নেওয়া ২৬.৮ শতাংশ কানাডিয়ান নাগরিক জানান যে গত ১২ মাস সময়ে তাদের জন্য অর্থনৈতিক চাহিদা পূরণ করা ছিল কঠিন অথবা অত্যন্ত কঠিন।