অন্টারিও আরও ৬টি সাধারণ রোগ অন্তর্ভুক্ত করে ফার্মাসিস্টদের প্রেসক্রিপশনের আওতা বাড়াচ্ছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ১, ২০২৩: অন্টারিওর বাসিন্দারা এখন প্রদেশজুড়ে ফার্মেসি থেকে আরও ছয়টি সাধারণ রোগের চিকিৎসা ও ওষুধ নিতে পারবেন। খবর সিটিভি নিউজ।
উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোনস এ এই পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, “ফার্মাসিস্টরা যেসব সাধারণ রোগের চিকিৎসা করতে পারেন তার তালিকা সম্প্রসারণের ফলে লোকেরা এখন হাতের কাছে দ্রুত ও সুবিধাজনক সেবা পাবে যা তাদের দরকার। একই সঙ্গে এতে আমাদের কমিউনিটি ক্লিনিক ও হাসাপতালগুলিতে রোগীদের অপেক্ষার সময়ও কমবে।
নতুন ছয়টি অসুস্থতা – ব্রন, ফাঙ্গাসজাতীয় ঘা, ডায়াপারের কারণে ফুসকুড়ি, ছত্রাক সংক্রমণ (yeast infections), পরজীবী কৃমি এবং গর্ভকালীন বমিভাব- বিদ্যমান ১৬টি অসুস্থতার তালিকায় যুক্ত হবে। নতুন তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
অন্টারিওর ফার্মাসিস্টরা চলতি বছরের শুরুর দিক থেকে সাধারণ অসুস্থতার চিকিৎসায় ব্যবস্থাপত্র দিতে পারছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রদেশের ৮৯ শতাংশ ফার্মেসি এই কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং তারা চার লাখের বেশি রোগীর মূল্যায়ন করেছে।
শনিবার জোনস জোর দিয়ে বলেন, এই সেবা গ্রহণের জন্য বাসিন্দাদের শুধুই ওএইচআইপি কার্ড দেখাতে হবে, “কখনই ক্রেডিট কার্ড দেখাতে হবে না।”
তিনি বলেন, “প্রিমিয়ার ফোর্ডের অধীনে এটা কখনই পাল্টাবে না।”
প্রদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলিতে ফার্মাসিস্টদের কিছু নির্দিষ্ট ইঞ্জেকশন ও ইনহেলেশন চিকিৎসা করার সুযোগ দেয়া হয়েছে, যেমন ইনসুলিন, বি-১২ শট বা অস্টিওপোরোসিস।