জাস্টিন ট্রুডো গত পাঁচ দশকের সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী- শ্রেষ্ঠ তার বাবা: ভোটের রায়

প্রবাসী কণ্ঠ ডেস্ক : সম্প্রতি কানাডীয়রা ভোট দিয়ে জানিয়েছে, ট্রুডো হলেন গত ৫৫ বছরের মধ্যে দেশের সবচেয়ে কম পছন্দের প্রধানমন্ত্রী। রিসার্চ কো. নামের একটি প্রতিষ্ঠানের জনমত জরিপে এমনটাই জানা গেছে। সম্প্রতি এই জরিপের রিপোর্ট প্রকাশ করা হয়। খবর অসোবি ওয়াবেরি – নাউটরন্টো.কম।

মজার ব্যাপার হলো, জাস্টিন ট্রুডোর প্রয়াত বাবা পিয়েরে ট্রুডো পেয়েছেন দেশের  সবচেয়ে প্রিয় নেতার মুকুট।

অনলাইন জরিপে দেখা যায়, ২০ শতাংশ কানাডীয় মনে করেন, পিয়েরে ট্রুডো ছিলেন ১৯৬৮ থেকে এখন পর্যন্ত দেশের সেরা সরকারপ্রধান।  

পিয়েরে সেরা বিবেচিত হন ব্রিটিশ কলাম্বিয়ায় (২৭%), অন্টারিওতে (২৩%) এবং আটলান্টিক কানাডায় (২২%)।

সেরা হিসাবে বিবেচিতদের মধ্যে স্টিফেন হারপার  ১৭% ভোট পেয়ে দ্বিতীয় এবং তার পরেই রয়েছেন জেন ক্রিটিয়েন।

অদ্ভুত ঘটনা এই যে, স্টিফেন হারপারকে ভোটাররা কানাডার দ্বিতীয় সেরা নেতা যেমন বলেছে তেমনই তিনিই পেয়েছেন দ্বিতীয় সবচেয়ে খারাপ নেতার অবস্থানও।

এদিকে, জাস্টিন ট্রুডো পেয়েছেন সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রীদের মধ্যে শীর্ষ স্থানটি। ৩০ শতাংশ কানাডীয় এ বিষয়ে একমত।

জরিপে এটাও দেখা গেছে যে, প্রায় অর্ধেক কানাডীয় (৪৮%) মনে করেন, জ্যাক লাইটন “অত্যন্ত ভালো” অথবা “ভালো” প্রধানমন্ত্রীর জায়গাটা পাওয়া উচিৎ।

এই ফলাফল এসেছে চলতি বছর ৪ ও ৫ জুলাই অনলাইনে ১০০০ প্রাপ্তবয়স্ক কানাডীয়র মধ্যে অনুষ্ঠিত জরিপ থেকে।   

গত ৫৫ বছরে কানাডার সেরা প্রধানমন্ত্রীরা:

পিয়েরে ট্রুডো- ২০%

স্টিফেন হারপার- ১৭%

জেন ক্রিটিয়েন- ১১%

জাস্টিন ট্রুডো- ১১%

ব্রায়ান মালরোনি- ৮%

পল মার্টিন- ৩%

জো ক্লার্ক- ২%

জন টার্নার- ১%

কিম ক্যাম্পবেল- ১%

দ্বিধাগ্রস্ত- ২৬%

গত ৫৫ বছরে কানাডার সবচেয়ে বাজে প্রধানমন্ত্রী যারা:

জাস্টিন ট্রুডো- ৩০%

স্টিফেন হারপার- ১৮%

কিম ক্যাম্পবেল- ৭%

ব্রায়ান মালরোনি- ৬%

পিয়েরে ট্রুডো- ৫%

জেন ক্রিটিয়েন- ৩%

জো ক্লার্ক- ৩%

পল মার্টিন- ২%

জন টার্নার- ১%

নিশ্চিত নন- ২৫%