৪১% কানাডিয়ান মনে করেন প্রধানমন্ত্রীর বেতন অনেক বেশী

প্রবাসী কণ্ঠ ডেস্ক : ৪১ শতাংশ কানাডীয় মনে করেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বেতন খুবই উঁচু। তবে মাত্র ১৮ শতাংশ লোক তার সার্বিক আয় সম্পর্কে সচেতন। নতুন এক সমীক্ষায় এমন তথ্য জানা গেছে। খবর নাউ.কম।

গত এপ্রিল মাসে প্রকাশিত রিসার্চ কো. স্টাডির তথ্যমতে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রতি পাঁচজনে একজনেরও কম লোক মনে করেন, প্রধানমন্ত্রীর বার্ষিক আয়  ৩০১,০০০ ডলার থেকে ৪০০,০০০ ডলারের মধ্যে।

৪২ শতাংশ মনে করেন, ট্রুডো ৩০১,০০০ ডলারের কম আয় করেন, যখন ২৪ শতাংশ মানুষ ভাবেন তিনি ৪০০,০০০ ডলারের বেশি অর্থ আয় করেন।

আচ্ছা, আপনি যদি বিস্মিত হয়ে থাকেন, তবে জেনে নিন, ট্রুডোর বার্ষিক বেতন হলো ৩৭৯,০০০ ডলার। আর সমীক্ষার তথ্য অনুযায়ী, প্রতি পাঁচজন কানাডীয়র মধ্যে দুই জন মনে করেন, কানাডার নেতার এই বেতন খুবই বেশি। অন্যদিকে ৪৭ শতাংশ মানুষ মনে করেন, বেতনের এই পরিমাণ “ঠিকই” আছে।

রিসার্চ কো. এর প্রেসিডেন্ট মারিও ক্যানসেকো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “গত ফেডারেল নির্বাচনে লিবারেল পার্টির ভোটারদের মাত্র ৯% এর ধারণা ছিল, প্রধানমন্ত্রীর বেতন বছরে ৫০০,০০০ ডলারের বেশি। ২০২১ সালের নির্বাচনে একই রকমের ধারণা পোষণকারীর অনুপাত বেশি কনজারভেটিভ দলের সমর্থকদের মধ্যে (১৭%), নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সমর্থকদে মধ্যে (১৯%)।

সমীক্ষায় অংশ নেয়া লোকেদের মধ্যে ট্রুডোর আয় যৌক্তিক পরিমাণের চেয়ে অতিরিক্ত বলে মনে করেন অন্টারিওর ৩৯ শতাংশ মানুষ, সেই তুলনায় সাসকাচুন ও ম্যানিটোবার ৫২ শতাংশ, আলবার্টার ৫১ শতাংশ, ব্রিটিশ কলাম্বিয়ার ৪১ শতাংশ এবং কুইবেকের ৩৫ শতাংশ মানুষ একই রকম ধারণা রাখেন।

২০২১ সালে অন্টারিওর প্রিমিয়ার ড্যাগ ফোর্ডের বার্ষিক বেতন ছিল ২০৮,৯৭৪ ডলার এবং একই বছরে টরন্টোর সাবেক মেয়র জন টোরির বেতন ছিল ১৯৭,৩১৬ ডলার।