কানাডা উদীচীর অমর একুশে উদযাপন

২১ ফেব্রুয়ারি, ২০২৩ : শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী শ্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ পুস্পস্তবক অর্পন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অমর একুশের শহীদ দিবস এবং আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। টরন্টোর বাঙালী পাড়ার সন্নিকটে অবস্থিত ডেন্টনিয়া পার্কের আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস শহীদ স্মৃতিস্তম্ভে ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯.০০টায় সংগঠনের উপদেষ্টা, সংগঠক ও কর্মীবৃন্দ র‌্যালী করে টরন্টোর আর্ন্তজাতিক মাতৃভাষা শহীদ মিনার প্রাঙ্গনে যান এবং পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অমর একুশে পালনের অংশহিসাবে ২০শে ফেব্রুয়ারী সোমবার রাত্র ০৯:০০টায় শহীদদের প্রতি নিবেদিত অনলাইন সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তি করেন কানাডা সংসদের কর্মীবৃন্দ। উল্লেখ্য, এই পরিবেশনায় কানাডা উদীচীর তরুণ প্রজন্মের অদিতি জহির শহীদ দিবস নিয়ে তার ভাবনা শীর্ষক লেখা পাঠ করেন। উক্ত পরিবেশনায় গানে ও কবিতায় অংশ নিয়েছেন ডঃ মমতাজ মমতা, জয় দাশ, ভ্যালেন্তিনা ভৌমিক, জয় দাশ, আতিয়া আহমেদ, ডা: ইকবাল আহমেদ, শাদমান হাবিব, কাবেরী চৌধুরী, মীনাক্ষী দত্ত চক্রবর্তী, বীথিকা বসাক, রূমা মোদক, অংকিতা সাহা, নৃত্যে সীমা বড়ুয়া এবং এমিলি সাহা। এই অনুষ্ঠানটি বিশেষভাবে আনন্দদায়ক করে তোলে ছোট্ট শিশুশিল্প এন্ড্রিয়া জামান একটি ছড়া পাঠ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ওমর হায়াত ও কাবেরী দত্ত। একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুষ্পস্তবক অর্পনে অংশ নেবার জন্য সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা জহির ধন্যবাদ জানান। – প্রেস বিজ্ঞপ্তি