১৬ই ডিসেম্বর ২০২২ বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৭ই ডিসেম্বর শনিবার অশোয়াতে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট

আগামী ১৭ ডিসেম্বর শনিবার ‘অশোয়া বাংলাদেশী কমিউনিটি ইনক’ এর উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস পালন করা হবে অত্যন্ত জাকজমকভাবে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকছে বিজয় মেলা। গত ১৩ নভেম্বর টরন্টোতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।  

সাংস্কৃতিক পর্বে থাকছে শিশু কিশোরদের নৃত্যানুষ্ঠান। এতে অংশ নিবে ‘সুকন্যা নৃত্যাঙ্গণ দল’। অবৃত্তি বিষয়ক সংগঠন ‘বাচনিক’ এর পরিবেশনায় থাকছে কবিতা আবৃত্তির পর্ব। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসাবে থাকছে বাংলাদেশের অভ্যূদয়ের উপর ভিত্তি করে একটি মিউজিক্যাল ড্রামা।  এতে অংশ নিবে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের একটি দল। পরিচালনায় থাকবেন কাজী মুর্সেলিন।

বিজয় মেলা শুরু হবে বিকেল ৩টায়। শেষ হবে রাত ১১টায়। এই মেলায় স্টল  থাকবে ১৩ থেকে ১৫টার মত।

পুরো অনুষ্ঠানটি উদযাপিত হবে অশোয়ার Eastdale এর CVI Auditorium এ। ঠিকানা : 265 Harmony Road North, Oshawa, ON L1G 6L4

টিকিট এর জন্য নিচের এই লিং এ যোগাযোগ করা যেতে পারে।

https://www.eventbrite.ca/e/victory-fest-concert-tickets-449621779847?utm-campaign=social&utm-content=attendeeshare&utm-medium=discovery&utm-term=listing&utm-source=cp&aff=escb

যোগাযোগঃ Maruf 647 772 5515, Taufiq Alam 647 239 2083, Kazi Mursalin 416 904 3329, Meherab 647 570 4225, Pervez 647 527 6565Monjurul 647 857 4792, Zia Uddin 647-295-7919

উল্লেখ্য যে, বিজয় দিবস ১৬ ডিসেম্বর হলেও কানাডায় দিনটি কার্যদিবস। এ কারণে পরের দিন শনিবার-কে বেছে নেয়া হয়েছে বিজয় দিবস উদযাপনের জন্য।