ইংরেজি না বলায় ব্রিটিশ কলম্বিয়ায় স্কাই ট্রেন স্টেশনে দুই নারীকে ভর্ৎসনা

প্রবাসী কণ্ঠ ডেস্ক : ব্রিটিশ কলাম্বিয়ার রিচমন্ডে স্কাই ট্রেন স্টেশনে এক ব্যক্তি ইংরেজি না বলায় দুজন এশীয় নারীকে গালমন্দ করছেন এমন দুই মিনিটের একটি ভিডিও টিকটকে পোস্ট করার পর সেটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। খবর  কেভিন কারাচ / সিটিভি নিউজ

প্রত্যক্ষদর্শী ডোনা ডেমাসো জানান তিনি গত ১১ আগস্ট বৃহস্পতিবার রিচমন্ডের ব্রিগহাউস স্টেশনে এই ভিডিওচিত্র ধারণ করেন। তিনি বলেন, দুজন বয়স্ক এশীয় নারী টিকিট কেনার সময় নিজেদের মধ্যে ক্যান্টনিজ (চীনা) ভাষায় কথা বলছিলেন। এমন সময় লোকটি তাদের ওপর চড়াও হয়।

ডেমাসো বলেন, “লোকটি বাইরে বেরিয়ে ওই মহিলাদের সঙ্গে ঝগড়া বাঁধান। তিনি বলেন, ‘তোমরা কানাডায় আছো, তোমাদের ইংরেজি বলা উচিৎ।’

ডেমাসো বলেন, তিনি ঘটনায় জড়িত কাউকে চেনেন না। কিন্তু তিনি এতটাই ক্রুদ্ধ ও বিচলিত হন যে, তিনি ঘটনায় জড়াতে এবং কিছু বলতে বাধ্য হন।

ব্রিটিশ কলাম্বিয়ার এই রিচমন্ডে স্কাই ট্রেন স্টেশনে এক ব্যক্তি ইংরেজি না বলায় দুজন এশীয় নারীকে গালমন্দ করছেন। ছবি: railwayage

‘এ ধরণের পরিস্থিতিতে আমার জড়িয়ে পড়ার ঘটনা এটিই প্রথম,’ বলেন ডেমাসো। লোকটি মহিলাদের হয়রানি করছেন, তাই আমি কথা বলার সিদ্ধান্ত নিই, তাকে বলি, এটি ঠিক নয় এবং তিনি একজন বর্ণবাদী।

ভিডিওতে দেখা যায়, লোকটি নিজেকে ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে পাশ করা  আইনজীবী বলে দাবি করে।

ডেমাসো বলেন, বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট ধরে এডমন্টনে নিজের বাড়িতে ফেরার তাড়া ছিল তার। তাই ঘটনাটি পুলিশে জানানো হয়নি। তবে শিগগিরই পুলিশের সঙ্গে কথা বলার চিন্তা আছে।

সিটিভির কাছে এক ই-মেল বার্তায় রিচমন্ডের পুলিশ বিভাগ (জঈগচ) বলেছে, এ ধরণের ‘ঘৃণাপ্রসূত ঘটনার’ শিকার বা প্রত্যক্ষদর্শী যে কাউকে এ বিষয়ে পুলিশে রিপোর্ট করতে উৎসাহিত করেন।

স্ট্যান্ড উইথ এশিয়ান কোয়ালিশন-এর ডোরিস মাহ বলেন, ঘটনাটি উদ্বেগজনক তবে বিস্ময়কর নয়।

তিনি বলেন, ‘এমন ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তির মনে সমস্ত আবেগগত অনুভূতিগুলো উৎসারিত করে, কারণ তার জায়গায় তার আত্মীয়, অভিভাবক, তার মা-ও হেনস্থার শিকার হতে পারতেন। তবে এটি আমাকে হতবাক করেনি, কারণ এমন ঘটনা অহরহ ঘটছে। আমাদের সমাজে প্রায়ই ঘটে। এবং এমন ঘটনা বন্ধ হওয়া দরকার।’

শনিবার পোস্ট করা ভিডিওটি মঙ্গলবার সকাল পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি ভিউ হয়েছে।