আসন্ন দূর্গাপূজা উপলক্ষে টরন্টোর শাড়ি হাউজে চলছে বিশেষ মূল্যহ্রাস

বিশ্বজুড়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দূর্গা পূজা আসন্ন। আর পূজার আয়োজন পূর্ণ করতে বাঙালি নারীর একান্ত আবশ্যিক পোশাক হলো শাড়ি। প্রবাসজীবনে পূজার আয়োজনকে সর্বাঙ্গীন করতে টরন্টোর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাড়ি হাউস প্রতিবারের মতো এবারও প্রস্তুত।

তালিকা দিয়ে বললে বলা যায় পঞ্চম পল্লী, মঙ্গলগিরি, বেনারসী, কাঞ্জিভরম, সিল্ক গাদোয়াল, পৈথানী, বোমকাই, ইক্কত, রাজকোট, তসর, জামদানী, টিস্যু কাতান ইত্যাদি সবই থাকছে।

শাড়ি হাউস সব সময় ভিন্ন ভিন্ন রুচির মানুষের পছন্দকে মূল্যায়ন করে। আর তাই বিচিত্র ব্যবস্থা রাখে যাতে কোনো সম্মানিত ক্রেতাকেই ফেরত যেতে না হয়। পূজাকে সামনে রেখে শাড়ি হাউসে আরো থাকছে কোজাগরী, মহেশ্বরী সিল্ক, আসাম সিল্ক, গরোদ, পাটোলা সিল্ক, জারদৌসি বেনারসি, বেঙ্গল সিল্ক, ফেন্সি জর্জেট, বুটিক শাড়ি, তাঁত শাড়ি এবং হাতের কাজের শাড়ি। সেই সাথে সেলোয়ার কামিজ এগুলোতো থাকছেই।

শাড়ি হাউস খুব ভালো করেই জানে পূজায় পুরুষের জন্যে কেমন পাঞ্জাবী প্রয়োজন। তাই থাকছে পুরুষদেরও নানান রকমের পোষাকের সমাহার। বাদ যাবে না শিশুদের পোষাকও। রুচিশীল পুরুষের পছন্দকে মাথায় রেখে তারা আনিয়েছে বর্ণিল সব পাঞ্জাবী।

শাড়ি হাউসের কর্তৃপক্ষ জানান, এবারের পূজা উপলক্ষে বিশেষ মূল্যহ্রাসের আয়োজনটি হবে একটি ব্যতিক্রমী আয়োজন। সবাইকে একবার ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয় শাড়ি হাউসের পক্ষ থেকে।