অনেক কানাডীয় মনে করেন তাদের সমাজে বন্দুক সন্ত্রাস মারাত্মক হয়ে উঠছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, অনেক কানাডীয় বলেন, তারা যে কমিউনিটিতে বসবাস করেন সেখানে বন্দুক সন্ত্রাস বাড়ছে। গুরুত্বপূর্ণ শহর এবং দেশের বৃহত্তম প্রদেশগুলোর বাসিন্দারাই প্রধানত এ ধরণের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। এঙ্গুশ রেইড ইনস্টিটিউশনের এক নতুন জরিপে এ তথ্য প্রকাশ পায়। খবর মাইকেল লি/সিটিভি নিউজ

এঙ্গুশ রেইড সম্প্রতি ৫,০০০ কানাডীয়র মধ্যে জরিপ চালিয়ে দেখতে পায়, সার্বিকভাবে ৪৩ শতাংশ মানুষ মনে করেন, তাদের বসবাসের এলাকায় বন্দুক সন্ত্রাস বাড়ছে।

৫১ শতাংশ মানুষ বলেন, বন্দুক সন্ত্রাস একইরকম আছে, অন্যদিকে ছয় শতাংশ মনে করেন, এটা কমছে। ৬০ শতাংশ মানুষ বলেন, তাদের প্রদেশে বন্দুক সন্ত্রাস বাড়ছে। কুইবেকের (৭৫ শতাংশ), অন্টারিওর (৬৬ শতাংশ) বাসিন্দাদের এমন মন্তব্যের সম্ভাবনা সবচেয়ে বেশি।

এঙ্গুশ রেইড বলছে, বন্দুক সন্ত্রাস বাড়ছে এমন বক্তব্য রাখার সম্ভাবনা গ্রামীণ সমাজের বাসিন্দাদের (২৯ শতাংশ) চেয়ে নগর এলাকার বাসিন্দাদের (৪৬ শতাংশ) মধ্যে বেশি দেখা যায়। সমাজে বন্দুক সন্ত্রাস বাড়ছে এমনটা বলেছেন মন্ট্রিল (৬৫ শতাংশ), হ্যালিফ্যাক্স (৫৬ শতাংশ) এবং টরন্টোর (৫৪ শতাংশ) বাসিন্দারাই বেশি।

টরন্টোর ড্যানফোর্থে ২০১৮ সালে গুলিতে নিহতদের স্মরণে সমাবেশ। ছবি : মাইকেল হাডসন/ দ্য কানাডিয়ান প্রেস

এঙ্গুশ রেইড জানায়, তাদের জরিপে উঠে আসা তথ্য স্ট্যাটিস্টিকস কানাডার উপাত্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্ট্যাটিস্টিকস কানাডা নিশ্চিত করেছে যে, আগ্নেয়াস্ত্রের মাধ্যমে সংঘটিত আক্রমণের সংখ্যা বাড়ছে। ২০২০ সালে প্রতি এক লাখ লোকের মধ্যে এ ধরণের আক্রমণের সংখ্যা প্রায় ১০.৯ টি বেড়েছে।

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, ২০২০ সালে কানাডায় যত আত্মহত্যার ঘটনা ঘটে তার প্রতি তিনটির মধ্যে একটি ঘটে বন্দুক দিয়ে। এর প্রায় অর্ধেকই আবার ঘটে হ্যান্ড গানের মাধ্যমে।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে কানাডায় আগ্নেয়াস্ত্রের মাধ্যমে আত্মহত্যার ঘটনা ঘটে ২৭৭টি, যা ২০১৯ সালের চেয়ে ছয় শতাংশ বেশি এবং উপর্যুপরি দ্বিতীয় বছরের মত এমন ঘটনা বাড়ার দৃষ্টান্ত হয়ে আছে।

এঙ্গুশ রেইডের রিপোর্টে উল্লেখ করা হয়, যেসব কানাডীয় বন্দুক সন্ত্রাস বাড়ছে বলে মনে করেন তাদেরই আগ্নেয়াস্ত্র সম্পর্কিত আইন কঠোরতর করা দরকার বলে মন্তব্য করার সম্ভাবনা বেশি। জরিপ অনুযায়ী, এধরণের মানুষের সংখ্যা ৬৩ শতাংশ। বন্দুক সন্ত্রাস কমছে বলে যারা মনে করেন তাদের ৪৪ শতাংশ বলেন, বন্দুক সম্পর্কিত আইন খুবই কঠোর। তবে তাদের মধ্যেও ১৫ শতাংশ বলেন, তারা এ বিষয়ে কঠোর আইন চান।

এঙ্গুশ রেইডের তথ্যমতে, জরিপে অংশগ্রহণকারীরা বন্দুকের মালিক কিনা বা তার আগে বন্দুক ছিল কিনা সেই তথ্যের ওপরও মতামত স্পষ্টতই নির্ভরশীল।

বর্তমানে বন্দুকের মালিক এমন ৮৮ শতাংশ জবাবদাতা বলেন, আইন খুবই কঠোর অথবা ঠিক আছে। আগে বন্দুক ছিল, যারা বাড়িতে বন্দুক রাখেন এবং যেসব লোকের কোনও বন্ধু বা পরিবারের সদস্যের বন্দুক আছে তারাও একই রকমের মনোভাব পোষণ করেন।

যেসব জবাবদাতা বন্দুকের মালিক নন অথবা কারও আগ্নেয়াস্ত্র আছে বলে জানেন না তাদের ৫৭ শতাংশ বলেছেন, তারা কঠোর আইন চান। জবাবদাতাদের মধ্যে প্রায় অর্ধেকই ছিলেন এ ধরণের। জরিপে অংশ নেয়া লোকেদের অধিকাংশই (৬৬ শতাংশ) আরও বলেন যে, তারা মনে করেন, বন্দুক সম্পর্কিত নীতির ক্ষেত্রে একটি জাতীয় বিধি থাকতে পারে, যদিও এ মত প্রদেশভেদে অনেকটা ভিন্ন। আলবার্টার কিছুটা স্বল্প সংখ্যাগরিষ্ঠ মানুষ ওই ধারণা বিশ্বাস করেন। তবে সাসকাচুনে ৪৭ শতাংশের একই মত।